ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শনিবার   ১৮ জানুয়ারি ২০২৫   মাঘ ৫ ১৪৩১   ১৮ রজব ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

ক্লাব ফুটবল: জেনে নিন পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থা

প্রকাশিত: ২ নভেম্বর ২০১৮ ১৪ ০২ ০১  

ইউরোপের ক্লাব ফুটবলের বেশ কয়েকটি ম্যাচ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লীগ, লা লিগা, সিরি 'এ' তে ১০টি করে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বুন্দেস লিগায় ৯টি এবং ফ্রেঞ্চ লীগ ওয়ানে ১১টি খেলা ইতোমধ্যে শেষ হয়েছে। 

এবার আক নজরে দেখে নিন ইউরোপের শীর্ষ পাঁচ লীগে পয়েন্ট টেবিলের সেরা পাঁচে কারা আছে।

ইপিএল : এখন পর্যন্ত ১০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। সমান পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে লিভারপুল। দুই দলই ৮ জয় আর দুইটি ড্র করেছে। ২৪ পয়েন্ট নিয়ে তিনে আছে চেলসি আর ২২ পয়েন্ট নিয়ে চারে আছে আর্সেনাল। ২১ পয়েন্ট নিয়ে পাঁচে আছে টটেনহ্যাম।

লা লিগা: স্প্যানিশ লীগে ১০ ম্যাচ শেষে ২১ পয়েন্ট নিয়ে এখন সবার শীর্ষে বার্সেলোনা। তারা ছয়টিতে জিতেছে আর একটিতে হেরেছে, ড্র হয়েছে তিন ম্যাচ। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুই আছে আলাভেস।  ১৯ পয়েন্টে নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সেভিলা। সমান পয়েন্টে থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় চতুর্থ স্থানে আছে অ্যাতলেটিকো মাদ্রিদ। এস্পানিওল ১৮ পয়েন্ট নিয়ে রয়েছে পঞ্চম স্থানে। 

সিরি ‘এ’:ইতালিয়ান লীগে ১০ ম্যাচ শেষে ২৮ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে জুভেন্টাস। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইন্টারনাজিওনাল। সমান ২২ পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তৃতীয় স্থানে এখন নাপোলি। সমান ১৮ পয়েন্টে থাকলেও গোল পার্থক্যের কারণে চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে এসি মিলান এবং লাজিও। 

লীগ ওয়ান: ফেঞ্চ লীগে বরাবরের মতোই সবার শীর্ষে পিএসজি। ১১ ম্যাচের সবকটিতে জিতে তাদের পয়েন্ট ৩৩। ৮ ম্যাচ জেতা লিলি ২৫ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। ২২ পয়েন্ট নিয়ে তিন ও ২০ চার নম্বরে আছে মন্টিপিলার এবং লিওন। মার্শেই ১৯ পয়েন্ট নিয়ে রয়েছে পাঁচ নম্বরে।

বুন্দেসলিগা: জার্মান লীগে বুরুসিয়া ডর্টমুন্ড ৯ ম্যাচ থেকে তাদের পয়েন্ট ২১ নিয়ে শীর্ষে অবস্থান করছে। ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বায়ার্ন মিউনিখ। ১৭ পয়েন্ট নিয়ে তিনে ও চারে আছে মনশেডগ্লাডবাখ ও ওয়ের্ডার ব্রেমেন। ১৬ পয়েন্ট নিয়ে পাঁচে আছে লেইপজিগ। 

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর