ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

রোববার   ১৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

কবিতা উৎসব ২০২০ বাংলা ভাষার বৃহত্তম কবিতা পার্বণ উদ্বোধন করলেন

প্রকাশিত: ৫ মার্চ ২০২০ ২২ ১০ ৪০  

[10:01 PM, 3/5/2020] Udar Akash Faruk Bhai: বিশেষ প্রতিবেদক 


বাংলার মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কবিতা উৎসব ২০২০ বাংলা ভাষার বৃহত্তম কবিতা পার্বণ শুভ উদ্বোধন করলেন চিত্রশিল্পী ও সাংসদ যোগেন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্দ্রনীল সেন, তথ্য ও সংস্কৃতি বিভাগ এবং পর্যটন বিভাগ, পিয়ালী সেনগুপ্ত, সচিব, তথ্য সংস্কৃতি বিভাগ। সমগ্র অনুষ্ঠানটির সভাপতিত্ব করলেন কবি সুবোধ সরকার, সভাপতি পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমি।   

একতারা মুক্তমঞ্চে ভারতের বৃহত্তম কবিতা উৎসবের শুভ সূচনা হল বৃহস্পতিবার ৫ মার্চ, ২০২০ বিকালট ৫.৩০ মিনিট, চলবে ৮ মার্চ পর্যন্ত। 
কবিতা উৎসব উদ্বোধন মঞ্চ ভরে উঠল বিশিষ্ট কবি, সাহিত্যিক এবং আবৃত্তিকারদের উপস্থিতিতে।  
রবীন্দ্র সদন, একতারা মুক্তমঞ্চ, শিশির মঞ্চ, অবনীন্দ্র সভাঘর, বাংলা আকাদেমি, চারুকলা ও গগনেন্দ্র শিল্পপ্রদর্শশালা। সব মিলিয়ে মোট সাতটি জায়গা। অংশ নেবেন ৬০০ জন। তাঁদের কেউ কবিতা লেখেন, কেউ বা আবৃত্তিকার। কেউ কেউ আবার কাব্যালোচনা ও কবিতার গানে বিশেষ পটু। এঁদের সকলকে নিয়েই এ দিন একতারা মুক্তমঞ্চে বসেছিল আসর।

রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার অংশ বিশেষ আবৃত্তি করে অনুষ্ঠানের সূচনা করেন বাচিকশিল্পীরা। কবিতা শোনাতে উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর ব্লাইন্ড বয়েজ অ্যাকাডেমির ছাত্ররাও। এ বছর জীবনানন্দ দাশ স্মৃতি পুরস্কারে ভূষিত হন বর্ষীয়ান কবি প্রণবকুমার মুখোপাধ্যায়। এ ছাড়াও কবিতায় নিজ নিজ অবদানের জন্য বিভিন্ন পুরস্কারে সম্মানিত হলেন সমর রায়চৌধুরী, শ্রীজাত এবং বিনায়ক বন্দ্যোপাধ্যায়। আবৃত্তিশিল্পে বিশেষ মুন্সিয়ানার জন্য সম্মানিত হলেন বর্ষীয়ান শিল্পী শুভ্রা বসু। পুরস্কৃত হলেন মেধা বন্দোপাধ্যায় ও প্রণামী বসাক।

কবিতা আকাদেমির সভাপতি সুবোধ সরকারের কথায়, ‘‘গোটা ভারতে কোথাও কবিতা আকাদেমি নেই, একমাত্র পশ্চিমবঙ্গেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই আকাদেমি প্রতিষ্ঠিত হয়। এত বড় কবিতা উৎসবও গোটা দেশে একমাত্র এখানে।’’ আগামী দিনেও কবিতা আকাদেমির সব রকমের কাজে অভিনবত্ব আনার কথা জানান তিনি।

এ দিন উদ্বোধনী অনুষ্ঠানে কবি ও আবৃত্তিকারদের আন্তরিক শুভেচ্ছা জানান ইন্দ্রনীল সেন। তথ্য ও সংস্কৃতি সচিব পিয়ালী সেনগুপ্তও এ দিন সকলকে অভিবাদন জানিয়ে অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করেন।

কবি ও উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদকে পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়েছেন সচিব পিয়ালী সেনগুপ্ত। 

পশ্চিমবঙ্গ সরকারি উদ্যোগে আয়োজিত এই মহা কবিতা উৎসব ও সাংস্কৃতিক মিলন প্রয়াসের আয়োজনে কবিতা পাঠের জন্য কবি ফারুক আহমেদকে লিখিত আমন্ত্রণ জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমি-র দায়িত্বপ্রাপ্ত আধিকারিক শেখর বন্দ্যোপাধ্যায়। 

কবি ও সম্পাদক ফারুক আহমেদ এক বিবৃতি দিয়ে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সরাকারি উদ্যোগে সাংস্কৃতিক উৎসবে কবিতা পাঠের জন্য আমন্ত্রণ পেয়ে তিনি মুগ্ধ হয়েছেন। তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য তিনি কৃতজ্ঞ সরকারের কাছে। তিনি জানিয়েছেন, সরকারি উদ্যোগে ভারতের বৃহত্তর কবিতা উৎসবন সার্বিকভাবে সফল হোক।

এবছর কবিতা উৎসবে শহরের কবিদের পাশে জেলার বহু কবিকে কবিতা পাঠের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। 

প্রবীণ কবি ও আবৃত্তিকার উপস্থিত হয়ে কবিতাপাঠ, আবৃত্তি, আলোচনা, কবিতার গানে অংশ নিয়ে এই মহা আয়োজন সর্থক করবেন। 

৬ মার্চ কবিতা উৎসবের দ্বিতীয় দিন বিশিষ্ট কবিদের সঙ্গে একতারা মুক্ত মঞ্চে সন্ধ্যায় কবিতা পাঠ করবেন কবি ফারুক আহমেদ। 

বিগত চার বছর বহু অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমির উদ্যোগে। দেশ বিদেশ থেকে বহু কবি বাংলায় এসেছেন, কবিতা পাঠ করেছেন এবং কবিতা বিষয়ক সেমিনারে অংশ নিয়ে বাংলার সাহিত্য সংস্কৃতির অঙ্গণকে সমৃদ্ধ করেছেন। 

কবিতা উৎসবের বিভিন্ন দিনে অকাদেমি প্রবর্তিত স্মারক আলোচনা, সম্মারক সম্মান, কবিতার গান, কীর্তন, কাব্যনাট্য পাঠ, সম্মেলক, কথাবিন্যাস, কবিতা কনসার্ট, স্ট্রিম কনসার্ট সহ আলোচনাসভা, কবিতাপাঠ এবং প্রাসঙ্গিক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যা সকলকেই মুগ্ধ করবে। 

কবিতা পাঠের পর প্রত্যেক কবিকে অর্থ মূল্য ও স্মারকলিপি, ব্যাগ, টিফিন ও জল দিয়ে সম্মানিত করা হবে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর