ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

ঐতিহাসিক টান্টুর ছাহেবের উরুসে লক্ষাধিক মানুষ

রাহাতুল আক্তার বড়ভূইয়া

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৯ ০৯ ০২  

লক্ষাধিক মানুষের উপস্থিতিতে ঐতিহাসিক টান্টুর ছাহেব (র:) এর বাৎসরিক উরুস মহফিল সম্পন্ন.

লক্ষাধিক মানুষের উপস্থিতিতে ঐতিহাসিক টান্টুর ছাহেব (র:) এর বাৎসরিক উরুস মহফিল সম্পন্ন.

গুয়াহাটি

লক্ষাধিক মানুষের উপস্থিতিতে ঐতিহাসিক টান্টুর ছাহেব (র:) এর বাৎসরিক উরুস মহফিল সম্পন্ন.আউলিয়ায়ে কেরামগণের ওফাত দিবস উপলক্ষে আয়োজিত মহফিলকে উরুস বলা শরীয়ত সম্মত : আল্লামা সারিমুল কারামাতুল আউলিয়া ছিলেন টান্টুর ছাহেব : আব্দুল বাসিত আজিজি।

বরাক তথা উত্তর পূর্ব ভারতের প্রখ্যাত বুজুর্গ  ওলিয়ে কামিল শাহ সুফী আলহাজ্ব হজরত মৌলানা আব্দুল আজিজ চৌধুরী নক্সবন্দি মোজাদ্দদী (র:) যিনি হাইলাকান্দি জেলার লালার পার্শ্ববর্তী গ্ৰাম টান্টুতে শায়িত রয়েছেন উনার ৩৫ তম বাৎসরিক উরুস উপলক্ষে আজিমুশ্বান ওয়াজ মাহফিলে আজ ভোর থেকে ছুটে আসেন উপত্যকার বিভিন্ন প্রান্তের হাজার হাজার ওলি প্রেমী ভক্তরা। এমনকি পার্শ্ববর্তী রাজ‍্য ত্রিপুরা সহ বিভিন্ন স্থান থেকেও অনেক ওলি প্রেমী আসিকে রাছুলগণকে দেখা যাচ্ছে ,ছাহেব বাড়ির সম্মুখে এবং মাজারের আশেপাশে উপচেপড়া মানুষের ভিড় জমায়, স্থানে স্থানে রয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা,চতুর্দিকে রাস্তাঘাটে যানজট সমস্যা না হওয়ার জন্য ট্রাফিক সহ অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। মহফিলের মধ্যে যে ভাবে মানুষ বসে আছেন দেখা যাচ্ছে তিল ধারণের যায়গা নেই অত্যন্ত শান্তি শৃঙ্খলা বজায় রেখে মানুষে উলামায়ে কেরামগণের বক্তব্য শুনেছেন।
গতকাল রাত থেকে ছাহেব বাড়িতে দেখা যাচ্ছে উৎসবমুখর পরিবেশ , সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করে আজ সকাল আট ঘটিকায় আহলেছুন্নত ওয়াল জমাতের পতাকা উত্তোলনের মাধ্যমে মহফিলের সূচনা করেন টান্টুর বর্তমান পীর শাহ সুফী আলহাজ্ব আতাউর রহমান চৌধুরী সাহেব, প্রথমেই কোরআন তেলাওয়াত ও নাতে মোস্তার মাধ্যমে ধারাবাহিক ভাবে শুরু হয় মহফিলের কাজ ,মহফিল পরিচালনায় ছিলেন মৌলানা মকবুল হোসেন চৌধুরী।  উলামায়ে আহলেছুন্নতের বিশীষ্ট উলামারা মহফিলে উপস্থিত হয়ে কোরআন এবং ছুন্নাহ মোতাবেক বয়ান পেশ করেন । এদিকে বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হাইলাকান্দি টাইটেল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তথা উত্তর পূর্বাঞ্চল আহলে ছুন্নত ওয়াল জামাতের মূখ্য উপদেষ্টা আল্লামা ছারিমুল হক সাহেব উনার মূল্যবান বক্তব্যে বলেন যে, আউলিয়ায়ে কেরামগণের ওফাত উপলক্ষে মহফিলকে ঊরুস বলা হয়  এটা পবিত্র হাদিছ শরিফ দ্বারা প্রমাণিত ।এদিকে ঊরুস মহফিলে মাইক বাজিয়ে আসার তীব্র বিরোধিতা করেন এই প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ।তিনি বলেন অন্যকে কষ্ট দেওয়া ইসলাম কখনও সমর্থন করে না, তাই তিনি ঊরুস মহফিলে যেতে মাইক না বাজিয়ে যাওয়ার আহ্বান জানান ।
এই ঊরুস মহফিলে বিশেষ মোনাজাত করেন উজানডিহির পীর শাহছুফি সৈয়দ জুনাইদ আহমদ মদনী  ও তেলিটিকরী ছাহেব ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত হয়ে দির্ঘক্ষণ বক্তব্য রাখেন শিলচর আলিয়া মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ আলহাজ্ব হজরত মৌলানা নুরুল হক সাহেব ,ত্রিপুরা থেকে আগত মৌলানা ফরমান আলি রেজবী সাহেব , রাতাবাড়ী নিজামীয়া টাইটেল মাদ্রাসার মোহদ্দিছ মৌলানা আলতাফ হুসেন , মৌলানা আজিজুল হক সাহেব , মৌলানা ক্বারী নজরুল ইসলাম সাহেব, হাইলাকান্দির মৌলানা গুলজার হুসেন সাহেব , নজরুল ইসলাম যুক্তিবাদী সাহেব ও টান্টুর বর্তমান ছাহেবের সুযোগ‍্য ছাহেবজাদা রামপুর ফুরকানিয়া মাদ্রাসায় পাঠরত মোঃ আব্দুল বাছিত আজিজী সহ উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে আগত উলামায়ে কেরামগণ,বুদ্ধিজীবী ও সাংবাদিকগণ । সবশেষে তরিকতের খতম ও মিলাদ শরীফ পাঠ করে টান্টুর বর্তমান পীর শাহসুফী আলহাজ্ব আতাউর রহমান চৌধুরী সাহেব দেশ তথা বিশ্ব শান্তি কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে  মহফিলের সমাপ্তি করেন। এদিকে টান্টুর উরুস মহফিলে বক্তব্য রাখছেন হাইলাকান্দির বিধায়ক আনোয়ার হোসেন লস্কর,নাগরিকত্ব বিলের বিরোধিতা বিধায়কের। তিনি বলেন আমি সকল ধর্মকে সম্মান করি কোন ধর্মের প্রতি আমার কোন ধরনের বিদ্বেষ নেই ,আমার কথার মাধ্যমে যদি কারো মনে আগাত এসে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী : বিধায়ক আনোয়ার । সাংগঠনিক ভেদাভেদ ভুলে সকল মুসলমানকে এক হওয়ার আহ্বান জানান তিনি

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর