ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শনিবার   ১৮ জানুয়ারি ২০২৫   মাঘ ৫ ১৪৩১   ১৮ রজব ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

উষ্ণায়ন রোধের বার্তা নিয়ে  বাড়ির ছাদেই গড়েছে আস্ত বাগান।

মোঃ আবুল কাশিম

প্রকাশিত: ৩১ মে ২০২২ ১১ ১১ ০৪  

উষ্ণায়ন রোধের বার্তা নিয়ে  বাড়ির ছাদেই গড়েছে আস্ত বাগান।  

গ্রীষ্মের দাবদাহে  সবাই যখন অতিষ্ঠ তখন  নিজের বাড়ির ছাদে শতাধিক গাছ লাগিয়ে সেই সমস্যা থেকে রেহাই পেয়েছে কালিয়াচক ২ নম্বর ব্লকের বাঙ্গীটোলার  সেন্টু খান ।এই বিশ্বে প্রদাহ এর মধ্যে সেন্টুর বাড়ি ঢুকলে পাওয়া যায় একরাশ অক্সিজেন ও এসির শীতল হাওয়ার স্বাদ ।

নিজের বাড়ির ছাদে  ফুল ও ফলের সমাহারে আস্ত একটি বাগান  তৈরি করে ফেলেছেন বাঙ্গীটোলা এলাকার কাশিমবাজারের সেন্টু খান।

গ্রীষ্মের বিভিন্ন বিভিন্ন মরসুমি  ফুল ফলের চাষ গোটা বাড়ির ছাদকে ঢেকে ফেলেছে । নিজ বাড়ির ছাদেই গড়ে তুলেছে আস্ত ফুল ও ফলের  বাগান। বাঙ্গীটোলার কাশিম বাজারের সেন্টু  খানের বাড়ি জানো আস্ত একটা ফুলের  বাগান । শুধু ফুল নয় ফুল ফল ও সবজি চাষে নিজের বাড়ির ছাদে অভাবনীয় সাফল্য সেন্টু খানের।জানাযায় সেন্টু খাঁন পেশায় একজন মোটর সাইকেল মেকানি। 

সেন্টু খাঁন জানান, " ছোটবেলা থেকে আমার ফুল ও ফলের গাছ লাগানোর সখ ছিলো । এ বছর সবচেয়ে বেশি গাছ লাগিয়েছি , আমার বাড়ির ছাদে শতাধিক ফল ও ফুল রয়েছে। কার্যত পরিবেশের ভারসাম্য হারিয়ে পৃথিবী ক্রমশ তার সুন্দরময়তা হারিয়ে ফেলছে। পৃথিবীর সৌন্দর্য বৃদ্ধি গোটা পৃথিবীতে সবুজময় করে তোলার বার্তা নিয়ে আমি এই ফুল ফল চাষ করছি। " 

আমার বাড়ির ছাদে শতাধিক রকমের ফল ও ফুল রয়েছে। রয়েছে বহু দুষ্প্রাপ্য ফুল ও ফলের গাছ। এই গরমে সবাই যখন হাঁসফাঁস করছে তখন আমার বাড়িতে এসির  প্রয়োজন হয় না। গোটা বাড়িটা গাছ লাগানোর জন্য আমার বাড়ির সব সময় ঠান্ডা থাকে। আমি চাই প্রত্যেক মানুষ যেন নিজের বাড়ির ছাদে গাছ লাগায়। এর ফলে পরিবেশের উষ্ণায়ন যেমন কমবে। এমনি বিদ্যুৎ খরচ কমে যাবে।" 

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর