ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

ঈদে মিলাদুন্নবি (ছ:) বিরুদ্ধিতা, লাভ নাই

রাহাতুল আক্তার বড়ভূইয়া

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০১৯ ০৬ ০৬ ০৯  

মহফিলে বক্তব্য রাখছেন আল্লামা সারিমুল হক লস্কর সাহেব

মহফিলে বক্তব্য রাখছেন আল্লামা সারিমুল হক লস্কর সাহেব

গুয়াহাটি

ইটরকান্দিতে পবিত্র ঈদে মিলাদুন্নবি (ছ :) মহফিল সম্পন্ন। ঈদে মিলাদুন্নবি (ছ:) এর বিরুদ্ধিতা করে কুন লাভ হবে না আল্লামা ছারিমুল হক ছাহেব।

গত ২৩ জানুয়ারি রোজ বুধবার, ইটরকান্দি, ঈদে মিলাদুন্নবি (ছ:) উদযাপন কমিটির ব্যবস্থাপনায়,পবিএ ঈদে মিলাদুন্নবি (ছ:) উপলক্ষে ওয়াজ মহফিলে সভাপতির বক্তব্যে এ কথা গুলো বলেন।  ১২ ই রবিউল আউয়াল, আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ (ছ:) উনার শুভ জন্মদিনটি,পবিত্র ঈদে মিলাদুন্নবি (ছ:) উপলক্ষে পালন করা হয়। এটা যুগ যুগ ধরে চলে আসছে, পৃথিবীর সব দেশ আনুষ্ঠানিক ভাবে ঈদে মিলাদুন্নি (ছ:) পালন করা হয়। আমারা ও পালন করছি, এবং আগামীতে ও পালন করব।এটা নিয়ে সমালোচনা করে কুন লাভ হবে না বলে জানান। উত্তর পূর্ব ভারত আহলে সুন্নত ওয়াল জমাত মুখ্য উপদেষ্টা আনছারে মিল্লাত আল্লামা ছারিমুল হক লস্কর ছাহেব। বরাক উপত্যকার বিশিষ্ট ইসলামিক পণ্ডিত আল্লামা ছারিমুল হক ছাহেব।  আরও বলেন এজগত ক্ষণস্থায়ী তাই এই ক্ষণস্থায়ী জগতে হিংসা বিদ্বেষ পরিহার করে একে অপরের সঙ্গে মিলে মিশে থাকার আহ্বান জানান। এত কম সময়ের মধ্যে ঈদে মিলাদুন্নবি (ছ:) কমিটি গঠন করে,এত বড় একটি মহফিল আয়োজন করে উওর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশিষ্ট উলামায়ে কেরাম এবং বাংলাদেশ থেকে ও উলামায়ে কেরাম গনকে এনে, এত কম সময়ের মধ্যে ঈদে মিলাদুন্নবি (ছ:) মহফিল সম্পন্ন করার জন্য  ইটরকান্দি ঈদে মিলাদুন্নবি (ছ:) উদযাপন কমিটির কর্মকর্তারা দের কে অনেক অনেক ধন্যবাদ এবং মোবারক বাদ জানিয়েছেন। উওর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মূখ্য উপদেষ্টা তথা বিশিষ্ট ইসলামিক পণ্ডিত  আল্লামা ছারিমুল হক লস্কর ছাহেব । উক্ত মহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ,সুদুর বাংলাদেশ থেকে আগত হজরত মৌলানা মুহাম্মদ জশিম উদ্দিন চাঁদপুরি ছাহেব। হজরত মৌলানা নজরুল ইসলাম ছাহেব,  যুক্তিবাদী করিমগঞ্জ, হজরত মৌলানা হুছাইন মুহাম্মদ জামাল উদ্দিন ছাহেব, হজরত মৌলানা গুলজার হোসেন ছাহেব, হজরত মৌলানা নজরুল ইসলাম ছাহেব, রাতাবাড়ি,  আরোও স্থানীয় উলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন। সবশেষে  মিলাদ শরিফ পাঠ করে বিশ্ব শান্তি কামনায় মোনাজাত করে মহফিলের সমাপ্তি হয় ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর