ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

ইলেভেন স্টার এর কোয়ার্টার ফাইনালে জয়ী চারটি দল সেমিফাইনাল খেলবে

জব্বার আলী, ইসলামপুর

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২০ ২১ ০৯ ৪০  

কোয়ার্টার ফাইনালে জয়ী জয়ন্তী ইলেভেন পাইওনিয়ার্স' শিলিগুড়ি আচিভার্স এবং ব্রিগেড চামুণ্ডা
জব্বার আলী, ইসলামপুর পুস্পাপ্রভাত, নিউজ 12/02/2020
মিলন পল্লী ইলেভেন স্টার পরিচালিত কালিদাস মন্ডল মেমোরিয়াল চ্যাম্পিয়ন ট্রফি এবং প্রাণকৃষ্ণ সরকার মেমোরিয়াল রানার্সআপ কাপ ক্রিকেট টুর্নামেন্ট 2020  এর কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হলো মঙ্গলবার ও বুধবার।
মঙ্গলবার প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় জন্টি ইলেভেন ভার্সেস মুক্তি সংঘের ।এই ম্যাচে 5 রানে জয়ী হয় জন্টি ইলেভেন।ম্যান অফ দ্যা ম্যাচ হয়  জন্টি ইলেভেনের শুভ । দ্বিতীয় কোয়াটার ফাইনাল অনুষ্ঠিত হয় পাইওনিয়ার্স' ক্লাব এবং ঝিটকিয়া ইলেভেন স্টার এর মধ্যে। এদিনের খেলায় ম্যান অব দ্য ম্যাচ হন ঝিটকিয়া ইলেভেন স্টার এর রথীন পাল এবং ম্যাচটি জিতে নেয় ঝিটকিয়া ইলেভেন ।বুধবার  এই টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয় শিলিগুড়ি আচিভার্স ভার্সেস তারাঞ্জী বাড়ি ভিএসসির মধ্যে। এদিনের খেলায় জয়লাভ করে শিলিগুড়ি এচিভার 54 রানে ।এবং ম্যান অব দ্যা ম্যাচ হন শিলিগুড়ি অ্যাচিভার্স এর রাজা মল্লিক ।চতুর্থ কোয়াটার ফাইনাল অনুষ্ঠিত হয় ব্রিগেড চামুণ্ডা এবং জেপি ঠান্ডার এর মধ্যে এই ম্যাচে ব্রিগেড চামুণ্ডা 48 রানে জয়লাভ করে। ম্যান অব দ্যা ম্যাচ হয় ব্রিগেড চামুন্ডার রিশি সিং ।আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার এই টুর্নামেন্টের প্রথম ও দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে যথাক্রমে জন্টি ইলেভেন ভার্সেস শিলিগুড়ি আচিভার্স এবং ঝিটকিয়া ইলেভেন  স্টার ভার্সেস ব্রিগেড চামুন্ডার মধ্যে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর