ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

আলগাপুর বিদ্যালয় সমিতির সভায় উত্তেজনা

রাহাতুল আক্তার বড়ভূইয়া

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০১৯ ২২ ১০ ৩৮  

আলগাপুরে বিধায়ক হাজি নিজাম উদ্দিন চৌধুরী সহ অন্যানরা

আলগাপুরে বিধায়ক হাজি নিজাম উদ্দিন চৌধুরী সহ অন্যানরা

আলগাপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পরিচালনা সমিতির সভায় তুমুল হইচই ও উত্তার পরিস্থিতি দেখা দেয় সমবার ।  এদিন উত্তেজনার মধ্যে টানা পাঁচ ঘণ্টা সভা চলে । পরিস্থিতি সামাল দিতে ছুটে আসেন আলগাপুরে বিধায়ক হাজি নিজাম উদ্দিন চৌধুরী , আলগাপুর  মোহনপুর জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্কর সহ জেলা বিদ্যালয় সমূহের পরিদর্শক আই এস  রাজীবকুমার ঝাঁ । 

স্কুল পরিদর্শক উপস্থিত হওয়ার আগে থেকে আলগাপুর হাই স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে একের পর এক বক্তব্য করেন ।  এই হাই স্কুলের এসএমডিসি র একাংশ কর্মকর্তার প্রশ্নবাণে   এক সময় অধ্যক্ষ নাসির উদ্দিন নাজেহাল হয়ে পড়েন ।  বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরীর প্রসানির মুখে পড়েন তিনি ।  বিদ্যালয়ের উন্নয়নের অর্থ ছাত্রছাত্রীরা ফিজের হিসেব সহ গত বছরের এইচএসএসসি ও এইচএস পরীক্ষার হিসাব খতিয়ান  দেখাতে না পারায় অধ্যক্ষ নাসির উদ্দিন সভায় উপস্থিত শিক্ষক মহল সহ এসএমডিসির কমিটির কর্মকর্তারা উত্তেজিত পরিস্থিতি সৃষ্টি করেন তারা ।  তখন বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী সরাসরি জানিয়ে দে ছাত্রছাত্রীরা স্বার্থে ও বিদ্যালয়ের ভবিষ্যৎ বাঁচাতে কোনও ধরনের অন্যায় বরদাস্ত  করবেন না ।  এবং অধ্যক্ষ নাসির উদ্দিনকে এখান থেকে বদলি দেওয়া হবে বলে সাফ জানিয়ে দেন তিনি ।  বিধায়কের কথায় সভাকক্ষে সন্তোষ দেখা দেয় আইএস রাজীবকুমার ঝাঁ জানান বিদ্যালয়ে স্বার্থে প্রয়োজনে দক্ষ  ভালো একজন অধ্যক্ষ নিয়োগ পদক্ষেপ নেবেন তিনি । এদিকে এইএচএসএলসি পরীক্ষাকে কেন্দ্র করে আয়োজিত কমিটি গঠনের সভায় এসএমডিসি র সভিপতি আব্দুল জলিল বড়ভূইয়া রহস্যজনকভাবে অনুপস্থিত ছিলেন ।  সভাপতি কেন অনুপস্থিত এনিয়ে প্রশ্নের মুখে পড়েন অধ্যক্ষ নাসির উদ্দিন । 

গত বছরের মাধ্যমিক পরীক্ষার হিসেব নিয়ে বেশি উত্তেজনা দেখা দেয় সভাকক্ষে ।  গত পরীক্ষায় যাবতীয় খরচের পর লাভ্যাংশ ২ লক্ষ ৩০ হাজার  কোথায় গেল এমন প্রশ্ন আগের সভায় উত্থাপিত হলে অধ্যক্ষ হিসেব দিতে না পারায় বাধ্য হয়ে কমিটির সদস্যরা ১ লক্ষ ৩০ হাজার টাকা ছাড় দেন এবং ১ লক্ষ টাকা ভর্তকি দিতে অধ্যক্ষকে চাপ দেওয়া হয় ।  এতে অধ্যক্ষ গত পূজার আগে টাকা ফেরৎ দেওয়ার কথা না রাখায় সোমবার সভায় উত্তপ্ত সৃষ্টি হয় ।  পরে আইএস রাজীবকুমার ঝাঁ মধ্যস্থতা করে আগামী ৩০ জানুয়ারি মধ্যে ১ লক্ষ টাকা ফেরৎ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ।  এর পর কেন্দ্র কিটির গঠন করা হয় ।  এই কমিটিতে স্কুলের উপাধ্যক্ষ ফজল আলিকে অর্থের দায়িত্ব দেওয়া হয় । সভায় আলাপুরের বিধায়ক হাজি নিজাম উদ্দিন চৌধুরীকে কেন্দ্র কমিটির সভাপতি মনোনীত করা হয় ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর