ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

অবশেষে জয়ের মুখ দেখলো রিয়াল  

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১ নভেম্বর ২০১৮ ১৮ ০৬ ২৭  


রিয়াল মাদ্রিদের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে বেশ ভালোভাবেই নিজের যাত্রা শুরু করলেন সান্তিয়াগো সলারি। গতকাল রাতে কোপা দেল রে’তে তৃতীয় সারির দল মেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে অভিষেক হয় এই আর্জেন্টাইন কোচের। আর প্রথম ম্যাচেই বেশ বড় জয়ের দেখাই পেয়ে গেলো সলারি। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ মেলিয়াকে পেয়ে এদিন যেন গোল উৎসবে মাতে, গত সপ্তাহেই বার্সেলোনার কাছে ৫-১ বিধ্বস্ত হওয়া রিয়াল মাদ্রিদ শিবির। করিম বেনজেমা, মার্কো অ্যাসেন্সিও, আলভারো অদ্রিওজোলা আর ক্রিস্টো র‍্যামন সানচেজের গোলে মেলিয়াকে ৪-০ গোলে বিদ্ধস্ত করে তারা।   

মৌসুম শুরু থেকেই দলের ভরাডুবি। শেষ ছয় ম্যাচের পাঁচটিতে হার। টানা তিনবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়ালের নামের পাশে যা বড্ড বেমানানই বটে। আর সেই জেরেই হুলেন লোপেতেগুইকে বহিষ্কার! তাই এদিন আর তেমন বড় কোন পরীক্ষা-নিরীক্ষাতে যায়নি সদ্য দলের দায়িত্ব নেওয়া সলারি। এল ক্ল্যাসিকোতে খেলা দলীয় অধিনায়ক রামোস আর করিম বেনজামাকে একাদশে রেখেই মেলিয়ার মাঠে খেলতে নামে অতিথি দল। আর ম্যাচের প্রথম গোলটিও আসে বেনজামার পা থেকেই। ২৮ মিনিটে মাঠের ডান প্রান্ত থেকে রাইটব্যাক আলভারো অদ্রিওজোলার মাটি কামড়ানো ক্রস থেকে বল পেয়ে ট্যাপ ইনে গোল করেন এই ফ্রেঞ্চ ম্যান। ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার আগে রিয়ালের হয়ে দ্বিতীয় গোলটি করেন মার্কো অ্যাসেন্সিও। যে বলের জোগান দাতা ছিল, মৌসুমে প্রথমবারের মতো রিয়ালের হয়ে শুরুর একাদশে নামা ভিনিসিয়াস জুনিয়র।  

তবে ইনজুরি সঙ্কায় দ্বিতীয়ার্ধে কোচ আর কোন ঝুঁকি নেননি। তাই দ্বিতীয়ার্ধের শুরুতেই তুলে নেন অধিনায়ক সার্জিও রামোস আর স্ট্রাইকার করিম বেনজামাকে। তবে দলের বাকি খেলোয়ড়েরা সেই অভাবটা অবশ্য বুঝতে দেননি। দু’গোলে এগিয়ে থেকেও গোলের জন্য মুহুর্মুহু আক্রমন চালিয়ে যেতে থাকে রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ডরা। ফলাফলটা আসে অবশ্য ম্যাচের ৭৯ মিনিটে। ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়রের পাস থেকে গোল করেন অদ্রিওজোলা। আর ম্যাচের পাওয়া অতিরিক্ত সময়ে মেলিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ক্রিস্টো র‍্যামন সানচেজ।   

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর