ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

২৭টি আসন্ন বলিউড চলচ্চিত্র

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২০ ১৭ ০৫ ২৩  

২০১৯ সিনেমা প্রেমীদের জন্য খুব একটা ভালো মুভি দিতে পারেনি। প্রতি বছরের মত ২০১৯এ ও অনেক সিনেমা মুক্তি পেয়েছিল কিন্তু দুই একটা বাদ দিলে বেশির ভাগ সিনেমায় তেমন মন কাড়তে পারেনি। কিন্তু সিনেমাপ্রেমীদের তাতে নিরাশ হওয়ার কিছু নেই কারণ ২০২০ তে যে সমস্ত বড় ব্যানারের ছবি রিলিজ করতে চলেছে তাতে সিনেমা প্রেমীদের জন্য যে ভালোই খবর রয়েছে তা মনে করছে অনেকে। বেশি কথা না বাড়িয়ে চলুন প্রকাশ করা যাক বৃহৎ বিনোদনের সাম্ভাব্য ক্যালেন্ডার।

 


১।  ছাপাক

শুভ মুক্তিঃ ১০ জানুয়ারী, ২০২০

 

 অ্যাসিড অ্যাটাক থেকে বেঁচে যাওয়া লক্ষ্মী আগরওয়ালের রিয়েল-লাইফ কাহিনী তুলে ধরে দীপিকা পাড়ুকোন প্রেক্ষাগৃহে ফিরেছেন।

   

 


২। জওয়ানী জানেমান

শুভ মুক্তিঃ ৩১ জানুয়ারী ২০২০

 

সাইফ আলি খান 'র্ঘটনাক্রমে বাবা' চরিত্রে অভিনয় করতে প্রস্তুত এবং প্রথমবারের মতো তিনি তাবুর সাথে রোম্যান্টিকভাবে জুটি বাঁধবেন।

 

৩। তানহাজি: আনসাং ওয়ারিয়র

শুভ মুক্তিঃ ১০ জানুয়ারী ২০২০

 

ছত্রপতি শিবাজীর সেনাবাহিনীতে সামরিক নেতার জীবন অবলম্বনে অভিনয় করার জন্য এক দশকেরও বেশি সময় পরে অজয় ​​দেবগন এবং কাজল অনস্ক্রিনে পুনরায় মিলিত হবেন। এতে আরও অভিনয় করবেন সাইফ আলি খানকে নিমেসি মোগল কমান্ডার উদয় ভান চরিত্রে।


৪। আজ কাল

শুভ মুক্তিঃ ২০ ফেব্রুয়ারী ২০২০

 

প্রথম বারের মত এই রোমান্টিক কমেডিটিতে সারা আলি খান এবং কার্তিক আরিয়ানকে জুটি বাঁধতে দেখবেন দর্শক। তারা প্রথমবারের মত ইমতিয়াজ আলির ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাভ আজ কাল’ এর সিক্যুয়ালে কাজ করছেন।


৫। শুভ মঙ্গল জ্যাদা সাবধান

 শুভ মুক্তিঃ ২১ ফেব্রুয়ারী ২০২০

 

 শুভ মঙ্গল সাভধানের তিন বছর পর, এই সিক্যুয়ালে ফিরে আসতে চলেছেন আয়ুষ্মান খুরানা। এই সিনেমাটি মূলধারার সিনেমায় সমকামিতা সম্পর্কে সচেতনতা আনতে নির্মিত।


৬। দ্যা ট্রু স্টোরি অফ গুঞ্জন সাক্সেনা-কারগিল গার্ল  

শুভ মুক্তিঃ ১৩ মার্চ ২০২০

 

জাহ্নবি কাপুর ২০২০ শুরু করবেন গুঞ্জন সাক্সেনার বায়োপিক দিয়ে যা যুদ্ধে নামা ভারতের প্রথম বিমান বাহিনীর মহিলা অফিসারের জীবনের উপরে ভিত্তি কর নির্মিত।

৭। আংরেজি মিডিয়াম

শুভ মুক্তিঃ ২০ মার্চ ২০২০

 

ইরফান খান এবং কারিনা কাপুর খান জুটি বাঁধবেন ২০১৭  সালের কমেডি হিন্দি মিডিয়ামের স্পিন অফে।

 

৮। স্ট্রিট ডান্সার থ্রি ডি

শুভ মুক্তিঃ ২৪ জানুয়ারী ২০২০

 

বরুণ ধাওয়ানশ্রদ্ধা কাপুরকে আবারও একসাথে পর্দায় দেখা যাবে এবিসিডি 2 এর সিক্যুয়াল এই নাচের ছবিতে।

 

৯। পাঙ্গা

শুভ মুক্তিঃ ২৪ জানুয়ারী ২০২০

 

কঙ্গনা রানাউত, জেসি গিল, রিচা ছদ্দা অভিনীত এই সিনেমাটিতে একজন কাবাডি প্লেয়ার জয়া নিগমের জীবন চিত্রিত হবে।

১১। রুহ আফজা

শুভ মুক্তিঃ ২০ মার্চ ২০২০

 

রাজকুমার রাও এবং জাহ্নভী কাপুর প্রথমবারের মতো এই হরর-কমেডি সিনেমাটির জন্য দল গঠন করেছিলেন। এতে ডাবল চরিত্রে অভিনয় করবেন কাপুর।

১১। '83

শুভ মুক্তিঃ ১০ এপ্রিল ২০২০

 

রণভীর সিং এবং দীপিকা পাডুকোন একসাথে অনস্ক্রিনে দেখা যাবে ১৯৮৩ সালের ক্রিকেট বিশ্বকাপের ভারতের ঐতিহাসিক জয়কে ভিত্তি করে। সিং ক্রিকেটার কপিল দেবের ভূমিকায় অভিনয় করবেন।

১২। ভূত: প্রথম ভাগ – দ্যা হনটেড শিপ

শুভ মুক্তিঃ ২১ ফেব্রুয়ারী ২০২০

 

হরর-থ্রিলার ছবিতে অভিনেতা ভিকি কাউশাল এবং ভূমি পেডনেকর প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে।

১৩। বাঘি ৩

শুভ মুক্তিঃ ৬ মার্চ ২০২০

 

অ্যাকশন থ্রিলার বাঘির তৃতীয় কিস্তিতে অভিনয় করবেন টাইগার শ্রফ, শ্রদ্ধা কাপুর এবং রিতেশ দেশমুখ

১৪। সূর্যবংশী

শুভ মুক্তিঃ ২৭ মার্চ ২০২০

 

রোহিত শেঠির পরবর্তী চলচিত্র ‘সূর্যবংশী’তে অক্ষর কুমারকে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

১৫। গুলাবো সীতাবো

শুভ মুক্তিঃ ১৭ এপ্রিল ২০২০

 

শুজিত সিরকার একটি পারিবারিক কৌতুক-নাটক নিয়ে আসছেন যা অভিনয় করবেন অমিতাভ বচ্চন এবং আয়ুষ্মান খুরানা

১৬। কুলি নং 1

শুভ মুক্তিঃ ১ মে ২০২০

 

আইকনিক মুভিটির রিমেকে গোবিন্দ ও করিশমা কাপুরের চরিত্রে অভিনয় করছেন বরুণ ধাওয়ান ও সারা আলি খান।


১৭। খালি পিলি

 শুভ মুক্তিঃ ২০ জুন ২০২০

 

ইশান খত্তর এবং অনন্যা পান্ডে অভিনিত এই  সিনেমাটিতে কীভাবে একটি কালো ও হলুদ ট্যাক্সি একটি ছেলে এবং মেয়েকে মিলিত করে  সে বিষয়ের উপর নিরভর করে নির্মিত।

১৮।  সড়ক ২

শুভ মুক্তিঃ ১০ জুলাই ২০২০

 

১৯৯১ সালে সড়কের সিক্যুয়ালে অভিনয় করবেন সঞ্জয় দত্ত, আলিয়া ভট্ট এবং আদিত্য রায় কাপুর

১৯। শমশেরা

শুভ মুক্তিঃ ৩১ জুলাই ২০২০

 

১৮০০ এর দশকের ডাকাত সম্পর্কে নির্মিত এই অ্যাকশন-অ্যাডভেঞ্চার ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর, সঞ্জয় দত্ত এবং বানি কাপুর

 

২০। জার্সি

শুভ মুক্তিঃ ২৮ আগস্ট ২০২০

 

স্পোর্টস ড্রামা ফিল্মের তেলেগু রিমে্কে শহিদ কাপুরকে একজন ক্রিকেটারের চরিত্রে অভিনয় করবেন।

 

২১। তুফান

শুভ মুক্তিঃ ২ অক্টোবর ২০২০

 

ভাগ মিলখা ভাগের পরে ফারহান আক্তার এবং রকেশ ওমপ্রকাশ মেহরা এই স্পোর্টস ড্রামা মুভিতে পুনরায় মিলিত হবেন। আক্তার একজন বক্সারের ভূমিকায় অভিনয় করবেন।

 

২২। লাল সিং চড্ডা

শুভ মুক্তিঃ ২৫ ডিসেম্বর ২০২০

 

টম হ্যাঙ্কের ১৯৯৪ সালের হলিউড ছবি ফরেস্ট গাম্পের হিন্দি রিমেকে আমির খান এবং কারিনা কাপুর খান প্রধান চরিত্রে অভিনয় করবেন।

২৩। দোস্তানা ২

শুভ মুক্তিঃ পরে প্রকাশ করা হবে

 

করণ জোহর পুরো দশক পরে দোস্তানার সিক্যুয়াল নিয়ে ফিরে আসবেন। মুভিটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন কার্তিক আরিয়ান, জানভী কাপুর লক্ষ্যা লালওয়ানি

 

২৪। ব্রহ্মাস্ত্র

শুভ মুক্তিঃ মে ২০২০

 

আয়ান মুখার্জির পৌরাণিক ট্রিলজিতে অমিতাভ বচ্চন-এর সাথে প্রথমবারের মতো অনস্ক্রিনে দেখা যাবে রিয়েল-লাইফ দম্পতি রণবীর কাপুর এবং আলিয়া ভট্টকে।

২৫। ভুল ভুলাইয়া ২

শুভ মুক্তিঃ ৩১ জুলাই ২০২০

 

কৌতুক-হরর ভূল ভুলাইয়ের সিক্যুয়ালে কার্তিক আরিয়ানকে মুখ্য চরিত্রে দেখা যাবে।

২৬। জয়েশভাই জোড়দার

শুভ মুক্তিঃ পরে প্রকাশ করা হবে

 

সিনেমাটি নারীদের প্রতি সমাজকে বিচারের বিষয়ে আলোচনা করেছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করবেন রণভীর সিং

২৭। তখত

শুভ মুক্তিঃ পরে প্রকাশ করা হবে

 

মাল্টি স্টারার মুভিটি করণ জোহরের প্রথম পরিচালিত উদ্যোগ হবে। এতে কারিনা কাপুর খান, রণভীর সিং, আলিয়া ভট্ট, অনিল কাপুর, জান্ভি কাপুর, ভূমি পেডনেকর এবং ভিকি কাউশাল অভিনয় করবেন।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর