ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

হাগ্রামা মহিলারির ১৭ বছরের ভুলের পরিণতি বি পি এফ দল থেকে দুরে সড়ে

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২০ ০৫ ০৫ ৫৬  

চিরাং জেলার বিজনি থোরিবাড়ি সমষ্টিতে ইউ পি পি এল দলের সভাপতি প্রমোদ বড়ো ১৯ নম্বর খুঁড়িবাড়িনিজ দলের প্রার্থী আবু শায়েদ আনসারির পক্ষে প্রচার এ এসে তিনি খুরদার সমালোচনা করেন হাগ্রামা নের্তৃত্বাধীন বি পি এফ দলের বিরুদ্ধে।
হাগ্রামা মহিলারির ১৭ বছরের ভুলের পরিণতি বি পি এফ দল থেকে দুরে সড়ে এসেছে বি টি সি অঞ্চলের জনগণ।ৰ্চিরাং জেলার বিজনি থোরিবাড়ি সমষ্টিতে ইউ পি পি এল দলের সভাপতি প্রমোদ বড়ো ১৯ নম্বর খুঁড়িবাড়ি পরিশদীও সমষ্টির নিজ দলের প্রার্থী আবু শায়েদ আনসারির পক্ষে প্রচার এ এসে তিনি খুরদার সমালোচনা করেন হাগ্রামা নের্তৃত্বাধীন বি পি এফ দলের বিরুদ্ধে ।আজ সকাল ১০ টায় বীজনীর ছাতিয়ান গুড়ি স্তিথ থুড়িবাড়ি ব্লক ইউ পি পি এল কার্য্যালয়ে ১৬৪ জন বিভিন্ন দল ত্যাগ করে আজ ইউ পি পি এল এ যোগদান করে ।তিনি বলেন ছয় গোনগোষ্ঠীর তফসিল উপজাতীর মর্যদা প্রদানের বিষয় টি জানা নেই তবে খোঁজ নিয়ে দেখবেন বলে তিনি জানান ।তিনি আরো বলেন ধর্য্যের ফল মিষ্টি হয় তা সর্বজনবিদিত ।সময় এসে গেছে উচিত প্রত্যুত্তর দেবার ।এবার বি টি আর নির্বাচনে হাগ্রামা মহিলারির অস্তিত্ব থাকবেনা। বিগত সময়ের ভুলের প্রতিদান দিতে হয়েছে হাগ্রামা মহিলারিকে ।তার জন্য কিছুই করতে হবেনা ।বি টি সি অঞ্চলের জনগণ অক্ষরে অক্ষরে বুঝে বুঝে গেছে ।সমাগত বি টি আর নির্বাচনে হাগ্রামা মহিলারির বি পি এফ দল কে খুঁজে পাওয়া যাবে না ।তাই হাগ্রামা আজ নিঃসঙ্গ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর