ব্রেকিং:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

শনিবার   ২২ ফেব্রুয়ারি ২০২৫   ফাল্গুন ১০ ১৪৩১   ২৪ শা'বান ১৪৪৬

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

চাঁচল কলেজে বসন্ত উৎসব

উজির আলি

প্রকাশিত: ২০ মার্চ ২০১৯ ২১ ০৯ ৪৫  

বুধবার চাঁচল কলেজে পালিত হল বসন্ত উৎসব। 

এদিন কলেজের ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বসন্ত উৎসব পালন করেন। 

তৃণমূল ছাত্র পরিষদের বাবু সরকার বলেন,এই উৎসবে শুধু নতুন ঋতু কে বরণ করা হলো না , এই উৎসবের মাধ্যমে শিক্ষক ও ছাত্র ছাত্রীদের মধ্যে একটা সংযোগ বাড়বে। আগামী দিনে এই বসন্ত উৎসব আরও বড়ো করে পালিত হবে আমাদের কলেজে ।

 

বসন্ত এসে গেছে। আর বসন্ত মানেই হল তো দোলযাত্রা। দোলযাত্রা মূলত একটি হিন্দু বৈষ্ণব উৎসব বলেই বিবেচিত হয়। তাহলেও সর্ব ধর্মের মানুষের সান্নিধ্যের মধ্য দিয়েই উৎসবের আসল প্রাপ্তি। এই উৎসবের অপর নাম বসন্তোৎসব।

 

ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয়।  আবিরে ভেসে যাওয়া, রঙের খেলা, বাঙালির ইতিহাসে শ্রীকৃষ্ণ, শ্রীচৈতন্যদেব সব মিলেমিশে একাকার হয়ে গেছে।

 

দোল উৎসবের প্রাণকেন্দ্রে রয়েছেন রাধা-কৃষ্ণ। তাঁদেরকে দোলায় বসিয়ে পূজা করা হয়। উত্তর ভারতে যেটি হোলি নামে পরিচিত, বঙ্গদেশেই তার পরিচিত নাম দোল।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর