ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

কৃত্রিম জলাশয়ে মৎস্য গবেষণায় নজর কাড়লো মালদার ক্ষুদে বিজ্ঞানী

নিজস্ব সংবাদদাতা, মালদা:

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৩ ২২ ১০ ২৪  

প্রাকৃতিক ও কৃত্রিম জলাশয়ে মৎস্য চাষের প্রভাব নিয়ে গবেষণা করে মালদা জেলা থেকে রাজ্য বিজ্ঞান কংগ্রেসে অংশগ্রহণ করে মালদা জেলার মান বৃদ্ধি করলো ক্ষুদে  বিজ্ঞানী প্রাথমিকের ছাত্র আশীষ দাস ।

৭  ও ৮ অক্টোবর কলকাতার হেয়ার স্কুলে অনুষ্ঠিত হয় ৩১ তম রাজ্য বিজ্ঞান কংগ্রেস। 

এই বিজ্ঞান কংগ্রেসে আশীষ দাস সহ মালদা জেলা থেকে মোট চারজন ছাত্র অংশগ্রহণ করে ।   ১০ বছর বয়সী এই আশীষ দাস বর্তমানে মালদা চক্রের কাদিরপুর কিরণময়ী প্রাথমিক বিদ্যালয়ের  চতুর্থ শ্রেণীর ছাত্র।  জেলার সমস্ত প্রাথমিক বিদ্যালয় গুলির মধ্যে থেকে একমাত্র ছাত্র হিসাবে যোগদান করার সুযোগ পেয়েছে কাদিরপুর কিরণময়ী স্কুলের ছাত্র আশীষ দাস। 
 
 প্রাকৃতিক ও কৃত্রিম জলাশয় মৎস্য চাষের প্রভাব নিয়ে এই বিদ্যালয়ের আশীষ দাস সহ চতুর্থ শ্রেণীর রাহুল মন্ডল সহ চতুর্থ শ্রেণীর বেশ কয়েকজন ছাত্রী ওই  গবেষণার কাজ করে।  আশীষ দাস ছিলো এই প্রজেক্টের গ্রুপ লিডার। গাইড টিচার ছিল সুমন দাস। যদিও বিদ্যালয়ের সকল শিক্ষক ছাত্রছাত্রীদের এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। 
 
আশিস দাস ছাড়াও  গোটা জেলা থেকে মোট ৪ টি দল বা  বিদ্যালয়  রাজ্য বিজ্ঞান কংগ্রেসে যাওয়ার সুযোগ পেয়েছে। অন্য যারা এই রাজ্য বিজ্ঞান কংগ্রেসের যাওয়ার ছাড়পত্র পেয়েছে তারা হলেন  ২) মোহন পাড়া নিবেদিতা বালিকা বিদ্যালয়ের দৃষ্টি মন্ডল।  ৩) আল আমিন মিশন মালদা একাডেমির রুহুল আমিন শেখ।   ৪) মালদা টাউন হাই স্কুলের অমিত সাহা। 

কিরণময়ী বিদ্যালয়ের খুদে এই বিজ্ঞানী আসিস দাসের প্রোজেক্ট ছিলো "Effect s of artificial pisciculture on biodiversity of natural water sourceses and quality of natural water"           
আসিশ সহ মালদার বিভিন্ন খুদে বিজ্ঞানীরা পরিবেশ ও বিজ্ঞানের প্রভাব নিয়ে একাধিক প্রজেক্ট এই বিজ্ঞান কংগ্রেসের প্রেজেন্ট করেন। মোট ২২টি প্রজেক্ট থেকে মোট ৪টি প্রজেক্টকে বেছে নেওয়া হয়। 
 
৭ /৮ অক্টোবর কলকাতার হেয়ার স্কুলে  রাজ্য  বিজ্ঞান কংগ্রেসের অনুষ্ঠিত হয় । পরবর্তীতে রাজ্য বিজ্ঞান কংগ্রেস থেকে সফল প্রতিযোগীরা আগামী ২৭ থেকে  ৩১ শে ডিসেম্বর জাতীয় বিজ্ঞান কংগ্রেসে অংশগ্রহণ করবে।
 
প্রসঙ্গত উল্লেখ্য এবছর গত ২৩  সেপ্টেম্বর ৩১ তম  মালদা জেলা শিশু বিজ্ঞান কংগ্রেস ২০২৩ " অনুষ্ঠিত হয়  অতুল মার্কেটের জেলা বিজ্ঞান ভবনে । এই  শিশু বিজ্ঞান কংগ্রেসে মালদা জেলার বাছায় করা কয়েকটি বিদ্যালয়ের খুদে বিজ্ঞানীদের বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শন করার সুযোগ পায়। 
 
মূলত দুটি গ্রুপে ভাগ হয়ে প্রতিযোগীদের বিভিন্ন বিষয়ের উপরে ও তাদের প্রজেক্ট প্রেজেন্টেশন করতে হয়। শিশুদের জন্য ১০ বছর থেকে ১৪ বছরের গ্রুপ। আর অন্যটি ১৪ থেকে ১৭ বছরের গ্রুপ।
 
খুদে শিশু বিজ্ঞানী আশীষ দাস জানিয়েছেন, 
" প্রাকৃতিক ও কৃত্রিম জলাশয়ে মৎস্য চাষের প্রভাব নিয়ে এই কাজটি আমরা গত একমাস ধরে করেছি । জলাশয়ে মৎস্য উৎপাদন বৃদ্ধির জন্য যেকোনো ধরনের রাসায়নিক সারের প্রয়োগ করা হচ্ছে। জলাশয়ের বিশুদ্ধতা নির্ভর করে প্রাকৃতিক জৈব উপাদানের ওপর। বিভিন্ন চলাশয়ে আমরা এই পর্যবেক্ষণ করেছি । বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকারা আমাদের এই প্রজেক্টটা তৈরিতে সাহায্য করেছে। এই প্রজেক্টটি করতে করতে আমরা  হাতে-কলমে দেখিয়েছি প্রাকৃতিক জলাশয় গুলিতে উৎপন্ন মৎস্য চাষের গুণগত মান অনেক বেশি।" 
 
বিদ্যালয়ের গাইড টিচার সুমন দাস জানিয়েছেন, " প্রাকৃতিক জলাশয়গুলি সাধারণ গুণমান ও জৈব বৈচিত্র নির্ভর করে জলাশয়ের বিশুদ্ধতা ও বিভিন্ন প্রাকৃতিক উপাদানের উপর। আমাদের বিদ্যালয়ের ছাত্ররা এলাকার বিভিন্ন জলাশয় গুলিতে হাতে কলমে অনুসন্ধান করে এই কাজ করেছে। জলাশয় গুলিকে দূষণমুক্ত করা ও জলাশয় অবৈজ্ঞানিক পদ্ধতিতে ব্যবহার করে মৎসের উৎপাদন বৃদ্ধি করার ফলে যে ক্ষতি হচ্ছে তা  অকল্পনীয়।  তাই জলাশয়গুলি দূষণমুক্ত করা অত্যন্ত জরুরী।  আমাদের প্রজেক্টে আমরা এই বিষয়টি তুলে ধরেছি। "
 
রাজ্যে বিজ্ঞান মঞ্চের গাইড টিচার শুভাশিস দাস জানিয়েছেন , " প্রতিবছর এই বিজ্ঞান কংগ্রেস অনুষ্ঠিত হয়। এটা কেন্দ্রীয় সরকারের স্কিম।  জেলা রাজ্য ও জাতীয় তিনটি পর্যায়ে বিজ্ঞান কংগ্রেস সম্পন্ন হয়।  ছাত্র-ছাত্রীরা হাতে কলমে বৈজ্ঞানিকদের মত নিজেদের চারিপাশের পরিবেশ সংক্রান্ত যেকোনো সমস্যা নিয়ে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে এই প্রজেক্ট তৈরি করে। এবার আমাদের জেলায় ২২ টি বিদ্যালয় এই প্রজেক্টে অংশগ্রহণ করেছিল। এরমধ্যে পাঁচটি প্রজেক্ট  নির্বাচিত করে আমরা রাজ্যে পাঠিয়েছি। আগামী ৭ অক্টোবর কলকাতায় হেয়ার স্কুলে রাজ্য বিজ্ঞান কংগ্রেস সম্পন্ন হবে। "

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর