ব্রেকিং:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

শুক্রবার   ২১ ফেব্রুয়ারি ২০২৫   ফাল্গুন ৯ ১৪৩১   ২৩ শা'বান ১৪৪৬

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

কালী পুজোর পরের দিন শূকর বধ অনুষ্ঠানে মাতে ওঠেন যাদব সম্প্রদায়ের মানুষেরা

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৩ ২৩ ১১ ৩৩  

মালদা-  ---পুরনো রীতি মেনে আজও হয়ে আসছে গরু ও শুকর নিয়ে খেলা। কালি পুজোর পরের দিন শূকর বধ অনুষ্ঠানে মাতে ওঠেন যাদব সম্প্রদায়ের মানুষেরা।  মালদহের হবিবপুর ব্লকের আইহো অঞ্চলের যাদব সম্প্রদায়ের মানুষেরা কালী পুজো পরের দিন পান সুপার কলা সহ বিভিন্ন সামগ্রিক দিয়ে প্রথমে তার বাড়ির গরু তথা গো মাতাকে চুমানো হয় তারপরে খোল কর্তাল বাজনা সহ বিভিন্ন বাদ্য যন্ত্র নিয়ে সকল যাদব সম্প্রদায়ের মানুষেরা তাদের গরু  মাঠে নিয়ে আসে সেখানে একটি শুকরের বাচ্চাকে দড়ি দিয়ে বেঁধে খোল কর্তাল বাজনা বাজিয়ে নাচাতে দড়ি বেঁধে নাচে তো থাকে রীতি অনুযায়ী যার গরু ওই শুকরের বাচ্চাটাকে মেরে ফেলে তার পরিবারের অনেক উন্নতি হয় বলে জানা যায়।যাদব সম্প্রদায়ের তরফ থেকে জানানো হয়, তাদের  পূর্ব পুরুষদের রীতি মেনে কালী পুজোর পরের দিন বিকেলে গরু মহিষের পুজো করা হয়। তারপর অশুভ শক্তির বিনাস ঘটাতে গরু দিয়ে একটি শূকর বধ হয়। মঙ্গলবার বিকেলে মালদহের একাধিক প্রান্তে যাদব সম্প্রদায়ের মানুষেরা এই খেলায় তাঁদের গরু মহিষ নিয়ে অংশগ্রহণ করেন। এই খেলায় গরু ও মহিষ শিং দিয়ে গুতিয়ে শূকর বধ করে। হবিবপুর ব্লকের বক্সীনগর যাদব সম্প্রদায়ের মানুষজন এই খেলায় নিজের গবাদিপশু নিয়ে অংশ গ্রহণ করেন। এই খেলা দেখতে বহু মানুষ ভিড় করেন। শূকর বধের পর নিজেদের মধ্যে লাঠি খেলায় অংশগ্রহণ করেন সকলে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর