ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

অসমে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি করল এপিসিআর

দিদারুল ইসলাম,অসম

প্রকাশিত: ২২ আগস্ট ২০২০ ২১ ০৯ ৩৭  

নদীর তীর এলাকার মানুষের কাছে বড় আতঙ্ক হল ভাঙন। অসমের চর অঞ্চলে বন্যার কারণে ভাঙন বেড়ে যাওয়ায় অনেক মানুষ মুহুর্তেই সহায় সম্বলহীন হয়ে পড়ছেন। অনেকে চোখের সামনে তাদের ঘরবাড়ি নদী ভাঙনে বিলীন হতে দেখছেন। সহায়-সম্বলহীনদের পাশে দাঁড়ালো অ্যাসোসিয়েশন ফর প্রটেকশন অফ সিভিল রাইটস।
সংস্থার পক্ষ থেকে শুক্রবার অসমে নদী ভাঙনে বসতভিটা হারানোদের পুনর্বাসন ও অন্যান্য দাবি সম্বলিত স্মারকপত্র কামরূপ (মেট্রো) জেলা শাসককের মাধ্যমে অসমের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রেরণ করা হয়। স্মারকলিপির মাধ্যমে নদী ভাঙ্গনের ফলে বসতবাড়ি হারানো লোকদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণে অসম সরকারকে উদ্যোগ গ্ৰহনের দাবি জানানো হয়েছে।তাছাড়া উল্লেখ করা হয়েছে- বসতবাড়ি সব হারানো লোকজন অন্য জায়গায় গিয়ে অস্থায়ী রিলিফ ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। কিন্তু প্রায় সময় দেখা যাচ্ছে ওই অসহায় মানুষের আবার বাংলাদেশি তকমা দিয়ে সরকারি সাহায্য সহযোগিতা থেকে বঞ্চিত করে রাখা হয়।
তাছাড়া একাংশ বসতভিটা হারানো সরকারি পুনর্বাসন বঞ্চিত লোকজন তাঁদের ব্যক্তিগত উদ্যোগে অন্য উঁচু জায়গায় গিয়ে অস্থায়ী বসত স্থাপন করেন। কিন্তু তাঁদেরকেও বাংলাদেশি তকমা দিয়ে বিভিন্ন সময় উচ্ছেদ করতে দেখা যায়। এইসব বিষয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা।
এদিন স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন এপিসিআর অসম চ্যাপ্টারের সভাপতি শামছ আহমেদ, সহ-সভাপতি আইনজীবী নজমুল ইসলাম মাঝারভূইয়া, কার্যনির্বাহী সদস্য- ওমর আলী আহমেদ, মাওলানা আব্দুল বাসিত প্রমুখ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর