ব্রেকিং:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

শুক্রবার   ২১ ফেব্রুয়ারি ২০২৫   ফাল্গুন ৯ ১৪৩১   ২৩ শা'বান ১৪৪৬

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

শীতের মাঝে চারাগাছ ও ট্রাইসাইকেল উপহার সাগরদিঘির স্বেচ্ছাসেবী সংস্থার।

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৫ ২২ ১০ ৫৯  

মুর্শিদাবাদের অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা সাগরদিঘী উইনার ট্রাস্টের উদ্যোগে আহেরিপাড়া গ্রামে 'সবুজ সংঘ' পূজো মণ্ডপ প্রাঙ্গনে আগত প্রায় ৫০০ জন আগত দর্শণার্থী ও আশেপাশের মানুষদের মধ্যে উপহার দেওয়া হলো চারাগাছ। এর আগেও ট্রাস্টের উদ্যোগে বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে বিতরণ করা হয় চারাগাছ। আজকেও চারাগাছের মধ্যে ছিল লেবু, পেঁয়ারা, মেহেগিনী, কাঁঠাল ইত্যাদি। চারাগাছ উপহারের পাশাপাশি সাগরদিঘীর বিধায়ক বাইরন বিশ্বাস মহাশয়ের বিশেষ সহযোগিতায় ট্রাস্টের সদস্যরা সাগরদিঘীর বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে প্রায় ২০জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও প্রাপ্তবয়স্কদের মধ্যে তুলে দেয় ট্রাইসাইকেল। এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস, বিশিষ্ট নাট্যবিদ রবীন দত্ত, ট্রাস্টের অন্যান্য সদস্য মিঠুন, দাস, মজির হোসেন, বিশ্বজিৎ সাহা সহ অন্যান্যরা। ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস বলেন "যেভাবে দূষণের ফলে বিশ্ব উষ্ণয়ন ক্রমাগত বেড়ে চলেছে আমরা যদি এখনই কোনোরকম উদ্যোগ না নিই তবে আগামী প্রজন্ম মারাত্মক বিপদের মুখে পড়বে। আর একথা মাথায় রেখেই আমরা যথাসম্ভব সবুজ পৃথিবী গড়ে তোলার উদ্দেশ্য নিয়ে আমাদের এরকম কর্মসূচী করে চলেছি। পাশাপাশি অন্যান্যরাও যেন এরকম উদ্যোগ নিতে পারে সেইদিকেও আমরা চেষ্টা চালাচ্ছি। যেকোনো অনুষ্ঠানে উপহার হোক চারাগাছ এখন এটাই আমাদের স্লোগান। "ট্রাস্টের আরেক সদস্য মিঠুন দাস জানান " শ্রদ্ধেয় বিধায়ক বাইরন বিশ্বাস মহাশয়ের সহযোগিতায় আমরা কিছু বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জন্য ট্রাইসাইকেল পেয়েছিলাম, সেগুলো আমরা ঠিক ঠিক জায়গায় পৌঁছে দিতে পেরেছি, আগামীদিনেও আমরা চেষ্টা করবো এরকম মানুষগুলোর কাছে পৌঁছে যাওয়ার। তিনি বাইরন বিশ্বাসের এই মানবিক উদ্যোগের জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান। 

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর