ব্রেকিং:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

মঙ্গলবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৫   ফাল্গুন ৫ ১৪৩১   ১৯ শা'বান ১৪৪৬

bnfrdeiteszh-CNhien
সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

স্কুলের ছাত্রীদের প্রতিভার বিকাশ সাধনে লক্ষে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করলো ওটু পাবলিক স্কুল

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৫ ১১ ১১ ২৭  

শীতের মরসুমে  ওটু পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন ।স্কুলের ছাত্রীদের প্রতিভার বিকাশ সাধনে লক্ষে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করলো ওটু পাবলিক স্কুল ।এদিন জাতীয় পতাকা উত্তোলন, বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী সূচনা করা হয়।বিধায়ক বায়রন বিশ্বাস ও সাংসদ খলিলুর রহমানের উপস্থিতিতে এদিন অনুষ্ঠিত হলো O2 পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। শীতের মরশুমে সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চলছে বর্ষিক প্রতিযোগিতা।অনুরূপ সামসেরগঞ্জ ফিল্ড ময়দানে আয়োজিত হলো O2 বালিকা ক্যাম্পাসের ক্রিয়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং অতিথিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।অনুষ্ঠানে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা যেমন দৌড়, লং জাম্প, রিলে রেস, মিউজিক্যাল চেয়ার এবং মজার মজার খেলার আয়োজন করা হয়।ছাত্রীদের পাশাপাশি অভিভাবকদের জন্যও বিশেষ প্রতিযোগিতার ব্যবস্থা ছিল, যা অনুষ্ঠানকে আরও রঙিন করে তোলে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্কুলের প্রিন্সিপাল এবং বিশেষ অতিথিরা।O2 পাবলিক স্কুলের কর্নধর মিল্টন বিশ্বাস জানান "এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।"বর্তমানে অনেক স্টুডেন্ট মোবাইল আসক্ত, তাদের ব্যাপারে জানান, স্টুডেন্টদের মোবাইল ব্যাবহারে শৃঙ্খলা বজায় রাখার একান্ত প্রয়োজন পাশাপাশি অভিভাবকদের বলব যত টুকু প্রায়োজন ততটাই যেনো তারা মোবাইল ব্যাবহার করে।

O2 পাবলিক স্কুলের বার্ষিক প্রতিযোগিতায় ছিল অনুষ্ঠানজুড়ে ছিল উচ্ছ্বাস, উদ্দীপনা এবং উৎসবের আমেজ।উপস্থিত ছিলেন,O2 পাবলিক স্কুলের কর্নধর মিল্টন বিশ্বাস, সাগরদিঘী বিধায়ক বায়রন বিশ্বাস, সংসদ খলিলুর রহমান বিধায়ক মনিরুল ইসলাম, রামকৃষ্ণ সিং ওরফে চুন্নু , সামশেরগঞ্জ বিডিও সুজিত চন্দ্র লোদ, বিধায়ক আমিরুল ইসলাম, একাধিক বিশিষ্ট গন।বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা  ঘিরে অভিভাবক এবং -ছাত্রীদের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। পাশাপাশি এই খেলাধুলা প্রতিযোগিতায়  প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানকারীদের পুরস্কার প্রদান করে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর