জুবাইরের দেহ উদ্ধার, ধৃত ২
রাহাতুল আক্তার বড়ভূইয়া
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০১৯ ০৭ ০৭ ৫২
জড়িতরা গ্রেফতার হলেও অপহৃত জুবাইরকে অক্ষত অবস্থায় উদ্ধার হয়নি
গুয়াহাটি প্রতিনিধি
হাইলাকান্দি বোয়ালিপারের অপহরণকাণ্ডের এগারো দিনের মাথায় এক বড়সড সাফল্য পেল হাইলাকান্দি পুলিশ । এই কাণ্ডে জড়িতদের গ্রেফতার করা সম্ভব হলেও অপহৃত জুবাইর আহমেদ মজুমদারকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়নি । দাবি মতো মুক্তি পন হিসেবে চার লক্ষ টাকা দুস্কৃতিকারিরা নেওয়ার পরও মৃত্যুর হাত থেকে রক্ষা হল না জুবাইরের । তবে পুলিশ কাটিগডা অঞ্চলের গোবিন্দপুর থেকে ক্ষেতের জমি থেকে মাটি কুড়ে পুলিশ উদ্ধার করে পছা গলা জুবাইরের নিথর দেহ । বিকেলে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের কাজ শেষ করে হাজার হাজার মানুষের উপস্থিতিতে শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে । অপরদিকে চাঞ্চল্যকর ঘটনার খবর পেয়ে কৃষক মুক্তির নেতৃত্বে হাজার হাজার মানুষ জুবাইর আহমেদ মজুমদারের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে রাখেন । অবশেষে জেলা শাসক জলি কীর্তির আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠে । ঘটনাকে কেন্দ্র করে সমগ্র হাইলাকান্দি জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে ।
উল্লেখ্য যে, গত 12 জানুয়ারি হাইলাকান্দি জেলার বোয়ালিপার এলাকার জুবাইর আহমেদ মজুমদার নামক এক বুবা যুবককে অপহরণ করে নিয়ে যায় কয়েকজন দুস্কৃতিকারিরা। অপহরণের পর পরিবারের পক্ষ থেকে ঐ দিনই অপহরণ সংক্রান্ত এক মামলা হাইলাকান্দি সদর থানায় করা হয়েছিল । অপহরণের পর থেকেই হাইলাকান্দির কৃষক মুক্তি সহ অন্যান্য রাজনৈতিক - অরাজনৈতিক দল সংগঠনের কর্মকর্তারা জুবাইর আহমেদ মজুমদারকে উদ্ধারের দাবিতে প্রতিবাদ সাব্যস্ত করেন । সেখানের প্রতিবাদস্থলে হাইলাকান্দি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জগদিশ দাস সহ অন্যান্যরা অপহৃতকে উদ্ধার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন । পুলিশ তখন থেকেই গোপন পরিকল্পনা করে তদন্ত চালিয়েছিল ।
এরই মধ্যে মুক্তি পন হিসেবে চার লক্ষ টাকা জুবাইরের পরিবারের সদস্যদের কাছ থেকে আদায় করে নেয় অপহরণকারীরা বলে অভিযোগ ।
হাইলাকান্দি পুলিশ অপহরণকাণ্ডে ব্যবহারকরা একটি অল্টো গাড়ির চালক করিম আহমেদ চৌধুরীকে কাটিগডা শিবনারায়নপুর থেকে এবং সহ চালক আব্দুল কাইয়ুম বড়ভূইয়া কে শিলচরের নিশ্চিন্তপুর গ্রাম থেকে গ্রেফতার করে । তাদের হাইলাকান্দি সদর থানায় এনে জেরা চালিয়ে মূল অভিযুক্তর সন্ধান লাভ করে । হাইলাকান্দি সদর থানার ওসি সুরজিত চৌধুরীর নেতৃত্বে কনস্টেবল গৌতম আচার্য, শরিফ উদ্দিন চৌধুরী ও মহিলা কনস্টেবল কৃষ্ণামনি দত্তের উপস্থিতিতে মঙ্গলবার শিলচরের সদরঘাট এলাকা থেকে শাহাজাহান আলম চৌধুরীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে । আর শাহাজাহানকে জেরা চালিয়ে জুবাইরের আসল রহস্য বের করে পুলিশ । বুধবার সকাল আটটা নাগাদ হাইলাকান্দি সদর থানার ওসি সুরজিত চৌধুরী, ইন্সপেক্টর সংকর ধর ও টিংকু কুমার গোস্বামীর নেতৃত্বে পুলিশের এক প্রতিনিধি দল কাটিঘড়া এলাকায় অভিযান চালায় । সেখানের সার্কেল অফিসারের উপস্থিতিতে ধান ক্ষেতের জমিতে মাটির নিচে চাপা দিয়ে রাখা জুবাইরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচরের মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে কাজ সম্পন্ন করা হয়েছে । সন্ধ্যা চয়টার বোয়ালিপারের জুবাইর আহমেদের বাড়ির সামনে হাজার হাজার মানুষের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত করে ভাটিরকূপা অঞ্চলে কবরস্থ করা হয়েছে । বিশিষ্টজনদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন কৃষক মুক্তির শরিফ উদ্দিন মাঝারভূইয়া, জহির উদ্দিন লস্কর, কাটলিছড়ার বিধায়ক সুজাম উদ্দিন লস্কর, অধ্যাপক হিলাল উদ্দিন লস্কর, মুজিবুর রহমান, নজরুল ইসলাম, আলগাপুরের বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী সহ অগণিত মানুষ ।
এদিকে জুবায়ের মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে এই খবর ছড়িয়ে পড়তেই বোয়ালিপার বাজার এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান কৃষক মুক্তি সংগ্রাম সমিতি ও স্থানীয় হাজার হাজার জনতা । সেখানে কৃষক মুক্তির জহির উদ্দিন লস্কর, কবির উদ্দিন, মাঞ্জার আহমেদ, সহ অগপ নেতা আপ্তাব উদ্দিন লস্কর, মুজিবুর রহমান এবং অন্যান্যরা জুবাইর আহমেদের পরিবারকে বিশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি সহ পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার দাবি জানান । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হাইলাকান্দির জেলা শাসক জলি কীর্তি । তিনি অবশ্য যথাসম্ভব ক্ষতিপূরণদেওয়ার আশ্বাস দেওয়ায অবরোধ ভঙ্গ করেন প্রতিবাদকারীরা ।
হাইলাকান্দির সদর থানার ওসি সুরজিত চৌধুরী জানিয়েছেন যে, ঘটনার আসল রহস্য উদ্ঘাটন করে এখনও ম্যারাথন জেরা চালিয়ে যাওয়া হচ্ছে । তবে খুব শীঘ্রই আসল রহস্য বেরিয়ে আসবে বলে আশাবাদী পুলিশ সহ অনেকেই ।
- আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় মুর্শিদাবাদ সেন্টারে অনুষ্ঠিত হল `জন জাতীয় গৌরব দিবস ২০২৪`
- আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় মুর্শিদাবাদ সেন্টারে অনুষ্ঠিত হল `জন জাতীয় গৌরব দিবস ২০২৪`
- আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় মুর্শিদাবাদ সেন্টারে অনুষ্ঠিত হল `জন জাতীয় গৌরব দিবস ২০২৪`
- POEM - UNTOLD WORDS !
- Poems
- Poems
- Poems
- POEM - BY THE WAYS OF PARADISE
- Article - Zein lovers
- Poem - On the Open Eyelashes Shadow I Weave
- একগুচ্ছ কবিতা
- Poem - Centuries Later
- Poem - Mystery Remains
- অনুষ্ঠিত হল অরঙ্গাবাদ ব্রাইট ফিউচার অ্যাকাডেমির বার্ষিক অনুষ্ঠান
- সুতি পাবলিক স্কুল ও কোচিং সেন্টারের উদ্বোধন
- Poem - Your Hazelnut Eyes!!!!
- Poem - Life Is Melody
- একগুচ্ছ কবিতা
- Poem - Twilight
- Poem - Love in the Autumn Leaves
- রাজনীতিতে অসতের প্রবেশ,প্রতিবাদী না হলে সমূহ বিপদ
- রাজনীতিতে অসতের প্রবেশ,প্রতিবাদী না হলে সমূহ বিপদ
- রাজনীতিতে অসতের প্রবেশ,প্রতিবাদী না হলে সমূহ বিপদ
- Poem - Missing the Sky
- Poem - Missing the Sky
- Poem - The Philosophy of the Eyes
- Poem - Silence
- Poem - When the Pen Abandons You
- POEM - LEAVE
- দ্বিতীয়বারের জন্য হোয়াইট হাউসে ডোনাল্ড ট্র্যাম্প
- Poem - Centuries Later
- Poem - Mystery Remains
- POEM - UNTOLD WORDS !
- আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় মুর্শিদাবাদ সেন্টারে অনুষ্ঠিত হল `জন জাতীয় গৌরব দিবস ২০২৪`
- একগুচ্ছ কবিতা
- Poem - On the Open Eyelashes Shadow I Weave
- POEM - BY THE WAYS OF PARADISE
- Poems
- আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় মুর্শিদাবাদ সেন্টারে অনুষ্ঠিত হল `জন জাতীয় গৌরব দিবস ২০২৪`
- Poems
- Poems
- Article - Zein lovers
- আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় মুর্শিদাবাদ সেন্টারে অনুষ্ঠিত হল `জন জাতীয় গৌরব দিবস ২০২৪`
- নাগরিকত্ব বিল
অসম হিন্দু বাঙ্গালীদের নির্বাচনী টোপ - তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন, ত্রাহি ত্রাহি অবস্থা আবালবৃদ্ধবনিতা
- খাশোগি বের হন সুটকেসবন্দি লাশ হয়ে
- লোকসভা ভোটে ইভিএম-ভিভি প্যাড মেশিন থাকবে
- বিয়ের পীড়িতে বসলেন সাংসদ নুসরাত
- নাগরিকত্ব
অর্ধ উলঙ্গ প্রতিবাদে এআইউডিএফ - বাংলার সংখ্যালঘুদের এই মুহূর্তে ভরসা মমতা
- উচ্চমাধ্যমিকে যুগ্মভাবে প্রথম শোভন মন্ডল ও রাজর্ষি বর্মন
- ট্রাম্পের প্রতিটি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে বিশ্বঃ খামেনি
- ভয়াবহ অগ্নিকান্ড
ঢাকায় ভয়াবহ আগুনে লাশের মিছিল - শিকলে বেঁধে রাখা হয়েছে মধ্যবয়স্ক এক আদিবাসী মহিলাকে।
- দু’টির বেশি সন্তান হলে ভোটাধিকার থাকবে না: রামদেব
- জেল থেকে ছাড়া পেলেন আসিয়া বিবি
- নারী পাচার চক্রের চাঁই প্রেমা দেবী গ্রেফতার
- আদিবাসী নৃত্যে নির্বাচনী প্রচার তৃণমূল প্রার্থী মৌসমের