ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

গোসাবাতেে সামুদ্রিক মৎস্যজীবিদের জন‍্য মৎস্য ট্রেনিং

প্রকাশিত: ১১ জুলাই ২০২৪ ১১ ১১ ৩৫  

গোসাবাতেে সামুদ্রিক  মৎস্যজীবিদের জন‍্য  মৎস্য ট্রেনিং  

দীপঙ্কর বর্মন ও মোঃ ইজাজ আহামেদ 

গোসাবা, ১০ই জুলাই ২০২৪: গোসাবার দক্ষিণবঙ্গ মৎস্যজীবি ফোরামের আহবায়ক  দিবাকর শাসমলের উদ্যোগে সুন্দরবনের তপশিলি জাতি /তপশিলি উপজাতি  মৎস্যজীবিদের জন‍্য জৈব নিরাপত্তা ও  ব্যাক্তিগত স্বাস্থ্য বিধির  উপর ধারাবাহিক প্রশিক্ষণ কর্মসূচী শুরু হয়। স্থানীয় বিশিষ্ট শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতির মাঝ্যমে (The Marine Products Export Development Authority ,Regional Division ,Kolkata) এর  যথাক্রমে Atanu Ray ,State co-ordinator (NETFISH)
Sahadeb Das,HDC (Kakdwip Fishing Harbour) তাঁদের মূল্যবাণ প্রশিক্ষণ প্রক্রিয়া শুরু করেন।  সহদেব দাস স্বাস্থ বিধি সহ মৎস্য সংরক্ষণকারী ও গুনমান কীভাবে বৃদ্ধি করতে হয় তা পুঙ্খানুপুঙ্খরূপে আলোকপাত করেন। বিদেশের বাজারে মাছের রপ্তানি করে দেশে বৈদেশিক মূদ্রা আমদানি করে দেশকে সমৃদ্ধ করা যায়। সেক্ষেত্রে মৎস্যজীবিদের  সংরক্ষনের গুরুত্ব অপরিসীম। এই প্রক্রিয়া সঠিকভাবে হলে মৎস্যজীবিদের অর্থনৈতিক শ্রী বৃদ্ধিও ঘটবে বলে অনেকে মনে করেন।  অতনু রা বলেন একই কথা এবং সামুদ্রিক লুপ্তপ্রায়  মাছ ও প্রাণীদের নিধনরোধ ও ভারসাম্য রক্ষা প্রভৃতি বিষয়ে আলোকপাত  করেন। মৎস্যজীবিদের  স্বার্থ রক্ষা মালিকানা  মেরিন লাইসেন্স ইত্যাদি বিষয়ে সচেতনতা ও সহযোগীতার আশ্বাস দেন ।  উপস্থিত মৎস্যজীবিদের প্রত্যেককে  প্রয়োজনীয় fishing ও মৎস্য সংরক্ষণ সামগ্রী ও সার্টিফিকেট প্রদান করা হয়। সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রশিক্ষণ পর্ব চলে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর