ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

জুবাইরকে উদ্ধারে ব্যর্থ হাইলাকান্দি পুলিশ

রাহাতুল আক্তার বড়ভূইয়া

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০১৯ ১০ ১০ ১৫  

জুবাইরকে একসপ্তাহ পরও উদ্ধারে ব্যর্থ হাইলাকান্দি পুলিশের বিরুদ্ধে প্রতিবাদের ঝড়

জুবাইরকে একসপ্তাহ পরও উদ্ধারে ব্যর্থ হাইলাকান্দি পুলিশের বিরুদ্ধে প্রতিবাদের ঝড়

গুয়াহাটি প্রতিনিধি

হাইলাকান্দি শহর সংলগ্ন বোয়ালিপারের অপহৃত  জুবাইর আহমেদ মজুমদারকে একসপ্তাহ পরও উদ্ধার করতে ব্যর্থ হাইলাকান্দি পুলিশের বিরুদ্ধে প্রতিবাদের ঝড়ে কেঁপে  উঠে বোয়ালিপার বাজার এলাকা । কৃষক মুক্তি সংগ্রাম সমিতি ও বোয়ালিপার জিপি সভাপতির নেতৃত্বে এদিন  সকাল থেকেই প্রতিবাদি সভা,  বিক্ষোভ , সহ জাতীয় সড়ক অবরোধ  করে প্রতিবাদ সাব্যস্ত করা হয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হাইলাকান্দির অতিরিক্ত পুলিশ সুপার জগদিশ দাস, সার্কেল অফিসার ত্রিদিব রায় , সদর থানার ওসি সুরজিত চৌধুরী,  আলগাপুরের বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী, হাইলাকান্দির বিধায়ক আনোয়ার হোসেন লস্কর, ভাটিরকূপা বোয়ালিপার জেলাপরিষদ সদস্য হিলাল উদ্দিন বড়ভূইয়া,  আলগাপুর মোহনপুর প্রাক্তন জেলা পরিষদ সদস্য আপ্তাব উদ্দিন চৌধুরী ।
 উল্লেখ্য গত 12 জানুয়ারি হাইলাকান্দি শহরের উপকণ্ঠ বোয়ালিপার বাজার সংলগ্ন এলাকার  জুবায়ের আহমদ মজুমদার নামক এক যুবককে অপহরণ করে নিয়ে যায় দুস্কৃতিকারিরা । সেই থেকে অনেক খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে শেষপর্যন্ত পুলিশের দ্বারস্থ হন  পরিবারের সদস্যজনেরা। অবশ্য  হাইলাকান্দি জেলা পুলিশ জুবাইর আহমেদকে নিরাপদ অবস্থায়  উদ্ধার করতে চেষ্টার কোন খামতি রাখছে না বলে খবর পাওয়া গেলেও আজ পর্যন্ত  অপহৃত জুবাইর আহমেদের সন্ধান পাওয়া যায়নি । কিন্তু অপহরণের পর থেকেই হাইলাকান্দির বিভিন্ন রাজনৈতিক দল,  অরাজনৈতিক দল, সামাজিক সংগঠন সহ সাধারণ জনগণরা জুবায়ের  আহমদ মজুমদারকে  অক্ষত  অবস্থায়  উদ্ধার করার দাবি জানিয়ে আসছিলেন । অপহৃত জুবাইর আহমেদ মজুমদারকে দুস্কৃতিকারিদের হাত থেকে  উদ্ধার করতে শনিবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠে হাইলাকান্দি শহর সংলগ্ন বোয়ালিপার বাজার এলাকা । সকাল নয়টায় বোয়ালিপার জিপি সভাপতি শরিফ উদ্দিন মাঝারভূইয়া  এবং কৃষক মুক্তি সংগ্রাম সমিতির সহ নেতৃত্বে বোয়ালিপার বাজার এলাকায় শুরু হয় উত্তাল পরিস্থিতি । শেষ পর্যন্ত জুবাইর আহমেদকে  উদ্ধার করেতে পুরোপুরি দায়িত্বভার নিলেন হাইলাকান্দি অতিরিক্ত জেলা পুলিশ সুপার জগদীস দাস ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর