ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শনিবার   ১৮ জানুয়ারি ২০২৫   মাঘ ৫ ১৪৩১   ১৮ রজব ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

জাতীয় লোক আদালতে একদিনে সাড়ে চার হাজার মামলার নিষ্পত্তি, বীরভূমে

প্রকাশিত: ৯ মার্চ ২০২৪ ২১ ০৯ ২১  

শনিবার জাতীয় লোক আদালত বসে জেলা সদর সিউড়ী, রামপুরহাট ও বোলপুর আদালতে। একদিনে সাড়ে চার হাজারের মতো মামলার নিষ্পত্তি করা হয় বলে জানা গেছে।উল্লেখ্য ন্যাশানাল লিগ্যাল সার্ভিসেস অথরিটির নির্দেশে সারা দেশেই এবছরের মতো দ্বিতীয় জাতীয় লোক আদালত ছিলো। পশ্চিমবঙ্গ রাজ্য আইনী পরিষেবা কতৃপক্ষের পরিচালনায় শনিবারও পশ্চিমবঙ্গের সব জেলা ও মহকুমা আদালতে বসে লোক আদালত। শনিবার বীরভূমের সিউড়ী, বোলপুর ও রামপুরহাট আদালতে মোট ২০ টি বেঞ্চ বসে, সেখানে জিআর, এনজিআর,ব্যাঙ্কের অনাদায়ী ঋণ আদায় ও মামলার নিষ্পত্তি, এমভি এাক্ট, ডিএম এ্যাক্ট, ইলেকট্রিক, টেলিফোন বিল সংক্রান্ত সহ একাধিক মামলার নিষ্পত্তি হয়। দিনের শেষে জেলার তিনটি আদালতে মোট সাড়ে চার হাজারের মতো মামলার নিষ্পত্তি হয়। জরিমানা বাবদ আদায় হয়েছে ৮ কোটী ২৮ লক্ষ টাকা বলে জানা গেছে ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটি সূত্রে। 

শনিবার জাতীয় লোক আদালত চলায় এদিন সকাল থেকেই সিউড়ী আদালত চত্বরে ভীড় ছিল চোখে পড়ার মতো। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারন মানুষ তাদের মামলার নিষ্পত্তি করতে পেরে খুশী হয়েছেন। সিউড়ী সহ বোলপুর ও রামপুরহাট আদালতে ছিলো বিশেষ পুলিশি ব্যাবস্থা। ভীড় সামাল দিতে পুলিশ কর্মীরাও ছিলেন তৎপর। সিউড়ী আদালতে লোক আদালত পরিচালনা করেন ও সব বেঞ্চ ঘুড়ে ঘুড়ে তদারকি করেন ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির সচিব বিচারক সুর্পনা রায়। কোনো বেঞ্চে যাতে অসুবিধা না হয় তার তদারকি করেন তিনি। লোক আদালতে মামলার নিষ্পত্তি করের বিচারক মহাশয়গণ, ছিলেন টিম মেম্বার হিসেবে আইনজীবিরা, লোক আদালত পরিচালানায় সহযোগিতা করেন প্যারা লিগ্যাল ভলেনটিয়াররা। এদিন বহু মামলার নিষ্পত্তি হওয়াই সাধারন বিচারপ্রার্থীরা যেমন খুশি তেমনি খুশি আইন মহলও।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর