ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শনিবার   ১৮ জানুয়ারি ২০২৫   মাঘ ৫ ১৪৩১   ১৮ রজব ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

ব্রীজের দাবিতে তপন ব্লক অফিসে গ্রামবাসীদের বিক্ষোভ

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৩ ১৬ ০৪ ৪০  

জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুর:গত বুধবার  মানব বন্ধনের ব্যানারে  নদীর ওপর নতুন ব্রিজের দাবি তুলে তপন ব্লকে  ডেপুটেশনের পাশাপাশি বিক্ষোভ দেখিয়েছিলেন  দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের ফটক পাড়া সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা ।সোমবার   ফটক পাড়ার কিছু অংশ সহ নয়াবাজার,কার্গিল পাড়া, বাংলাপাড়া সহ  বেশ কয়েকটি গ্রামের মানুষেরা পুনরায়  পুনর্ভবা নদীর ওপর ব্রিজের দাবি তুলে  গঙ্গারামপুর ব্লকে ডেপুটেশন জমা দেন।
তাদের দাবি , ফটোকপাড়ার, বাংলা পাড়া, কারগিল পাড়া  গ্রামগুলি তপন ও গঙ্গারামপুর ব্লকের মাঝ বরাবর। ওই গ্রামের বেশকিছু অংশ তপন ব্লকের মধ্যে অন্তর্গত বাকি অংশ গঙ্গারামপুর ব্লকের  অন্তর্গত।
বুধবার  তাদের এলাকায় পুনর্ভবা নদীর ওপরে ব্রিজের দাবি তুলে ডেপুটেশন  ও বিক্ষোভ দেখিয়েছিলেন তপন ব্লকের সামনে।
সেই একই জায়গায় নদীর উপর ব্রিজের দাবি তুলে সোমবার গঙ্গারামপুর ব্লকে ডেপুটেশন জমা দিল ওই গ্রামের মানুষেরা।
গ্রামবাসীদের অভিযোগ,তাদের এলাকায় পুনর্ভবা  নদীর ওপর ব্রিজ না থাকায় চরম ভোগান্তির মধ্যে পড়তে হয় যাতাযাতের ক্ষেত্রে, নৌকো নিয়ে নদী পারাপার করতে হয় নদীর এপার ওপর হতে। পুনর্ভবা নদীর এপার ওপার হতে সড়কপথের প্রায় কুড়ি কিলোমিটার ঘুর পথে যাতাযাত করতে হয়। বাজারহাট থেকে শুরু করে স্কুল কলেজ যেতেও ঘুর পথে যেতে হয় তাদের, যার ফলে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয় গ্রামবাসীদের।
পুনর্ভবা নদীর উপরে নতুন ব্রিজের দাবি তুলে এদিন বেশ কয়েকটি গ্রামের মানুষেরা গঙ্গারামপুর ব্লক এসে বিডিও কাছে ডেপুটেশন জমা দেন।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর