ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

জমির ফসল অবশিষ্টাংশ নাড়া জমিতে পুড়ানো  প্রতিরোধ দিবস হিসাবে পালন করা হল।

প্রকাশিত: ৪ নভেম্বর ২০২২ ০৮ ০৮ ৫১  

মালদা: জমির ফসল অবশিষ্টাংশ নাড়া জমিতে পুড়ানো  প্রতিরোধ দিবস হিসাবে পালন করা হল।বৃহস্পতিবার দুপুরে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নং ব্লক কৃষি দপ্তরের তরফে এই দিনটি পালন করা হয়। কৃষকদের নিয়ে যেমন মিছিল করা হয়,তেমন একটি কর্মশালার আয়োজন করা হয় হরিশ্চন্দ্রপুর ২ নং কৃষি দপ্তরে ব্লক অফিসের তরফে। ব্লক কৃষি আধিকারিক জানিয়েছেন, কৃষকদের স্বার্থে দিনটি পালন করা হল।মালিওরের গ্রাম পঞ্চায়েতের কৃষকেরা জানিয়েছেন, আমরাও সকল কৃষকদের কাছে আবেদন করব তারা যেন আর কৃষি জমিতে নাড়া না পুড়ায়। এমন অনুষ্ঠানে মালিওর গ্রাম পঞ্চায়েতের সকল কৃষকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

 মালদা জেলা মূলত কৃষিভিত্তিক এলাকা।কৃষিকাজের সঙ্গে যুক্ত থেকে বেশিরভাগ মানুষজন তাদের জীবিকা নির্ভর করে থাকেন। হরিশ্চন্দ্রপুর ২ নং  ব্লক কৃষি দপ্তর সারা বছর ধরেই ব্লকের  গ্রাম পঞ্চায়েতের এলাকার কৃষকদের সাথে বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছেন ব্লক কৃষি দপ্তরে আধিকারিক প্রভাতুত উৎপল আচার্য মাধ্যমে।
    
হরিশ্চন্দ্রপুর দু'নম্বর ব্লক কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, ৩নভেম্বর জমির ফসল অবশিষ্টাংশ নাড়া জমিতে পুড়ানো  প্রতিরোধ দিবস হিসাবে পালন করা হল। হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লক কৃষি দপ্তরের তরফে প্রায় বহু কৃষকদের নিয়ে মালিওর গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন জায়গাতে প্রচার করে সে বিষয়ে কৃষক ও  বাসিন্দাদের সচেতন করানো হয়,মিছিলে পা মেলান হরিশ্চন্দ্রপুর ২ কৃষি দপ্তরের অধিকারী প্রভাতুত উৎপল আচার্য সহ আরো অনেকেই।

মিছিল শেষে  হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লক কৃষি দপ্তরে প্রায় ১০০ জন কৃষকদের নিয়ে সচেতন করানো হলো জমিতে নাড়া পোড়ানো হলে কি কি অসুবিধা হতে পারে।

এবিষয়ে হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের কৃষি অধিকর্তা প্রভাতুত উৎপল আচার্য জানিয়েছেন,আমরা সব সময় চেয়েছি কৃষকদের স্বার্থে কাজ করতে।সেই কারণে মলিওর গ্রাম পঞ্চায়েতের জালালপুর গ্রামের মানুষজনদের মধ্যে সচেতনতামূলক প্রচার করা হলো। এর ফলে আগামীতেই সকলেরই ভালো হবে।
 

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর