ব্রেকিং:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

শুক্রবার   ২১ ফেব্রুয়ারি ২০২৫   ফাল্গুন ৯ ১৪৩১   ২৩ শা'বান ১৪৪৬

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

মহিলা সিভিক কর্মীদের হাতে কিট দেওয়া হয়েছে।

প্রকাশিত: ৭ জুন ২০২১ ১৭ ০৫ ১৬  

মালদাঃ-মহিলা সিভিক পুলিশ কর্মীদের সদ‍্যোজাত শিশুদের দেওয়া হলো নামী কোম্পানির শিশু স্বাস্থ‍্য  কিট।সোমবার মালদহের চাঁচল থানার আইসি সুকুমার ঘোষের উদ‍্যোগে মহিলা সিভিক কর্মীদের হাতে কিট দেওয়া হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে,এদিন চাঁচল থানা অফিসে চারজন সিভিক মহিলাদের হাতে শিশু স্বাস্থ কিট দেওয়া হয়েছে।তাতে রয়েছে সাবান,ক্রীম,পাউডার সহ তেল অন‍্যান‍্য যাবতীয় জিনিস।

উল্লেখ্য,মহিলা সিভিকরা কর্মরত অবস্থায় থাকে।তাদের শিশুদের স্বাস্থ‍্যের কথা ভেবেই এই উদ‍্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ।এদিন দপ্তরে আসা শিশুদের ফুঁটফুটে হাসিতে মন কেড়েছে অন‍্যান‍্য পুলিশ কর্মীদের।

মহিলা সিভিক কর্মী তথা সদ‍্যোজাতের মা জুলি দাস বলেন,চাঁচল থানার আইসির এই উদ‍্যোগে আমরা খুশি।আইসি সাহেব বারবার আমাদের পাশে দাড়িয়েছেন।ওই সিভিকের পুত্র সন্তান সুস্থ রয়েছে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর