ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

এনআরএলের উদ্যোগে শিলচরে সাইকেল যাত্রা

দিদারুল ইসলাম করিমগঞ্জ আসাম

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২১ ১২ ১২ ৫৪  

নুমলিগড় রিফাইনারি লিমিটেডের (এনআরএল) উদ্যোগে জ্বালানি সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে রবিবার শিলচরে এক সাইকেল যাত্রা অনুষ্ঠিত হয়। পুলিশ প্যারেড গ্রাউন্ডে এর উদ্বোধনী পর্বে বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, শিলচরের বিধায়ক দিলীপকুমার পাল, জেলাশাসক কীর্তি জল্লি, পুলিশ সুপার বিএল মিনা উপস্থিত থাকলেও নজর কাড়েন প্যারা-সাইক্লিস্ট রাকেশ বণিক। মোটর সাইকেল দুর্ঘটনায় তাঁর ডান পা কাটা পড়েছে। কৃত্রিম পা লাগিয়ে কঠোর অনুশীলনের মাধ্যমে তিনি সাইকেলে পাড়ি দেন দূর-দূরান্তে।এনআরএলের চিফ জেনারেল ম্যানেজার কঙ্কন দাস, জেনারেল ম্যানেজার (মার্কেটিং) সুব্রত দাস, ডেপুটি জেনারেল ম্যানেজার (কম্যুনিকেশন) মধুছন্দা অধিকারীর উপস্থিতিতে পতাকা নেড়ে ”সক্ষম ২০২১ সাইক্লোথন”-এর শুভারম্ভ করান উপাধ্যক্ষ আমিনুলবাবু। উপস্থিত ছিলেন জেলা পরিষদের চিফ এগজিকিউটিভ অফিসার দীপশিখা দে, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বাবুল হোড়, ক্রীড়া ভারতীর প্রান্ত সভাপতি পূর্ণেন্দু দাসও। পুলিশ প্যারেড গ্রাউন্ড থেকে রওয়ানা হয়ে পাঁচ শতাধিক সাইকেল আরোহী শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রাঙ্গিরখাড়ি হয়ে নাগাটিলায় পৌঁছান।

রাকেশবাবু বলেন, সাইকেল চালনার বহু উপকার। এ এক বড় ব্যায়াম। সঙ্গে বাইরে ঘুরে বেড়ানোটাও হয়ে যায়। তাঁর আহ্বান, দিনে একঘণ্টা নিজের শরীরের জন্য দিন। তাহলে প্রৌঢ়ত্বে বা বার্ধক্যের সময় হাসপাতালে হাসপাতালে ঘুরতে হবে না। ওই অর্থে বিনোদনের জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে পারবেন।আমিনুলবাবু সাইকেল যাত্রার মাধ্যমে গ্রিন ক্লিন থিমকে সার্থক করে তুলতে আহ্বান জানান। তিনি বলেন, এতে প্রদূষণমুক্ত অঞ্চল যেমন গড়ে তোলা যায়, তেমনি নিজেও সুস্বাস্থ্যের অধিকারী হতে পারেন।

এনআরএলের প্রতি বিধায়ক দিলীপবাবুর অনুরোধ, উতসবের মত একদিন সাইকেল যাত্রা না করে প্রতিদিন এ নিয়ে কাজ করুন। স্কুলগুলিতে বেশি করে সচেতনতা কার্যক্রম করতে হবে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর