ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

করোনা আবহে জোলুসহীন ভাবে ধর্মীয় অনুষ্ঠান বীরভূমের লোকপুরে

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২০ ০৬ ০৬ ৫৫  

করোনা আবহে সতর্কতা অবলম্বন তথা সামাজিক দূরত্ব বজায়, মুখে মাস্ক ব্যবহার করে  বীরভূম জেলার লোকপুর থানার ভাড্ডি গ্রামে বনমালী গোঁসাই আশ্রমে পালিত হয় ধর্মীয় অনুষ্ঠান। বাবা বনমালী গোঁসাই কে ঘিরে বেশ কিছু অলৌকিক ঘটনার কথা শোনা যায়। আশ্রমের পাশে বাবা বনমালী জীবন্ত সমাধী নেন। পার্শ্ববর্তী গ্রাম বিশালপুর থেকে বৃন্দাবন যাওয়া ব্যাক্তিদের সাথে বাবার সাক্ষাৎ হয়, সেখানে তাদের হাতে রাধা কৃষ্ণের যুগল মূর্তি কিনে পাঠানো হয় ভাড্ডি আশ্রমের জন্য , অথচ এখানে এসে  শুনেন বাবা তো জীবন্ত সমাধী কবেই নিয়ে নিয়েছেন, সকলেই অবাক। সেই রাধা কৃষ্ণের যুগল মূর্তি আশ্রম সংলগ্ন মন্দিরে আজ ও সেই সাক্ষ্য বহন করে চলেছে বলে ‌‌ভক্তবৃন্দেরা দাবি করেন। বাবা বনমালী গোঁসাই এর জীবন্ত সমাধী নেওয়ার দিনটি উপলক্ষে প্রতিবছর এই আশ্রমে ১২ ই পৌষ নরনারায়ন সেবা , ভাগবত পাঠ সহ বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান হয়। কিন্তু এখন গ্রাম্য দুই ব্যাক্তি ষষ্টী গঁড়াই ও বিপু দাস সন্যাস গ্রহণ করেন এবং দশ বছর পর ফিরে আসা উপলক্ষ্যে উক্ত আশ্রমে সপ্তাহব্যাপী ভাগবত পাঠ, পূজার্চনা,প্রসাদ বিতরণ সহ এক ধর্মীয় অনুষ্ঠান আয়োজিত হয় জৌলুস হীন ভাবে। বর্তমান প্রজন্মের কাছে বাবা বনমালী গোঁসাই এর মহাত্মা তথা উনার জীবন কাহিনী স্বরচিত লেখা,কন্ঠ ও সুর দিয়ে গানের মাধ্যমে তুলে ধরেন শিল্পী নারায়ন কর্মকার।আজকের অনুষ্ঠান সম্পর্কে একান্ত সাক্ষাৎকারে স্থানীয় বাসিন্দা তথা বিশিষ্ট লোকশিল্পী নারায়ন কর্মকার বিস্তারিত জানিয়েছেন।মন্দির কমিটির সদস্য তথা স্বেচ্ছাসেবক হিসেবে উজ্জ্বল গোপ,বাপি মিশ্র, সুনীল ঘোষ প্রমুখ ব্যাক্তিবর্গ আগত ভক্তবৃন্দদের মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখার নজরদারি থেকে সুষ্ঠু ভাবে ধর্মীয় অনুষ্ঠান পরিচালনায় অগ্রনী ভূমিকা পালন করতে দেখা যায়।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর