ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

করোনা আবহে সতর্কতা অবলম্বন করে পালিত হচ্ছে পবিত্র মহররম বীরভূমের

সেখ রিয়াজুদ্দিন

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২০ ২১ ০৯ ৩০  

 

করোনার সংক্রমণ দৈনন্দিন যে হারে বৃদ্ধি পাচ্ছে তা দেখে প্রশাসন,স্বাস্ব্যকর্মী থেকে কমবেশি সবাই একপ্রকার আতঙ্কের মধ্যে রয়েছে।এর ই  মাঝে বিভিন্ন ধর্মীয় উৎসব অনুষ্ঠানে অনেক কিছু কাটছাঁট করে শুধু নিয়মরক্ষা পালন করা হচ্ছে পাল পার্বনে। আরবি মাসের হিজরী সনের ১০ মহররম বিশ্ব জুড়ে ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা পালন করে আসছেন শোকের উৎসব মহররম, কিন্তু এবার করোনার আবহে প্রশাসন গতভাবে মহররম কমিটির সদস্যদের নিয়ে চলে বিভিন্ন পর্যায়ে মিটিং,।সর্বত্র একটি বার্তা ভীড় বা জমায়েত না করা, সামাজিক দূরত্ব বজায়, মাস্ক ব্যবহার সহ করোনার সতর্কতা অবলম্বন করা।আজ ৩০ আগস্ট মহররম উপলক্ষ্যে বিশ্ব তথা দেশের অন্যান্য স্থানের ন্যায় বীরভূমের খয়রাশোল ব্লকের ও বিভিন্ন এলাকায় ইমাম হাসান, হোসেন এর স্মৃতি ও বিষাদের কাহিনী অবলম্বনে আস্তানা বা আখড়া  আখড়ায়  তাজিয়া,মার্শিয়া সহযোগে শোভাযাত্রা বের করা হয়ে থাকে কিন্তু অনেকটা এবার জোলুসহীন ভাবে উদযাপন করতে দেখা যায়।আখড়া আখড়ায় আখড়ায় শহীদ  ইমামদের স্মরণে কোরআন শরীফ তেলাওয়াত, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অন্যদিকে লোকপুর থানার বুধপু্র গ্রামে নিমতলা মহররম কমিটির উদ্যোগে প্রশাসনের নির্দেশ অনুযায়ী ধর্মীয় উৎসব পালন, করোনার সতর্কতা অবলম্বন,লালারস সংগ্রহে অংশগ্রহণ, মাস্ক ব্যবহার ইত্যাদি সচেতনতা মূলক শ্লোগান সম্বলিত পোস্টারিং করা হয় গ্রামজুড়ে এবং আখড়ায় আগত ভক্তবৃন্দদের মাস্ক বিতরণ করা হয়। উদ্যোক্তা হিসেবে মুখ্য ভূমিকা পালন করতে দেখা যায় সেখ তারকনাথ,সেখ দুলাল,সেখ সাকিমুদ্দিন,সেখ রুপক প্রমুখ ব্যাক্তিবর্গ। স্থানীয় এলাকাবাসী উদ্যোক্তাদের সাধুবাদ জানিয়েছেন। গ্রামের অন্যপ্রান্তে মতি মসজিদ সংলগ্ন গাবতলা আস্তানা কমিটির উদ্যোগে লাঠিখেলা,মাতমজারি বন্ধ রেখে স্থানীয়দের নিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করতে দেখা যায়। আস্তানা কমিটির পক্ষ থেকে সেখ আলেম,সেখ শিশুল,সেখ আবু হোসেনদের তত্তাবধানে এবং স্থানীয় যুবকরা আর্থিক সংগ্রহ করে কোরআন শরীফ তেলাওয়াত করা সকল ব্যাক্তিদের টিফিন প্যাকেট দেওয়া হয় । বর্তমান সময়ে যুবরা যে মোবাইল ফোন এর মোহ ত্যাগ করে শহীদ ইমামদের স্মরণে কোরআন শরীফ তেলাওয়াত করার উদ্যোগ নিয়েছে,নিশন্দেহে এক প্রশংশনিয় কাজ বলে স্থানীয় প্রবীন ব্যাক্তিরা মন্তব্য করেছেন।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর