ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

বিভিসিএল, লবনের চালান দিয়ে আনা একটি অবৈধ কয়লা বোঝাই লরি আটক

দিদারুল ইসলাম, করিমগঞ্জ আসাম

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২০ ২১ ০৯ ০৯  

লকডাউন, কার্ফুর মধ্যে চারদিকের নজরদারি এড়িয়ে কয়লা পাচার করতে নয়া পন্থা নিয়েছে সিন্ডিকেট।মেঘালয়ের কালো সোনাকে কেন্দ্র করে দেদার অর্থ উপার্জন চলছে বরাক উপত্যকায়। এই অভিযোগ বহু পুরনো। কয়লা পাচারে নতুন নতুন কৌশল আবিষ্কার করতে তত্‍পর সিন্ডিকেটের মাফিয়ারা। কেবলমাত্র মাফিয়াই নয়, কালো সোনার অবৈধ কারবারের সঙ্গে জড়াচ্ছে করিমগঞ্জ জেলার শীর্ষ আমলাদের নামও। জানা গিয়েছে রবিবার সকালে বদরপুর ঠান্ডাপুর সংলগ্ন বরাক ভ্যালি সিমেন্ট লিমটেড থেকে একটি এনএল - ০১ এসি ৬২৫৮ লবনের চালান দিয়ে আনা একটি অবৈধ কয়লা বোঝাই লরি আটক করলো বদরপুর পুলিশ ।উল্লেখ ৬ নম্বর জাতীয় সড়কের গুমড়া-মালিডহরে প্রতিদিন মেঘালয় থেকে শতাধিক কয়লাবাহী লরি বরাকে প্রবেশ করছে। বর্তমানে কয়লার অবৈধ পাচারচক্রে সিন্ডিকেট সক্রিয় রয়েছে এলাকায় ।অবাঙালি ও বাঙালি টিমের নিয়ন্ত্রণে ব্যাপকভাবে কয়লাবাহী লরি প্রবেশ করছে বরাকে, উঠেছে এ ধরনের অভিযোগও।চারদিকের নজরদারি এড়িয়ে কয়লা পাচার করতে নয়া পন্থা নিয়েছে সিন্ডিকেট। এ অভিযোগ এখন ব্যাপক চর্চার বিষয় হয়ে ওঠেছে। বিগত কয়েক দিন ধরে  অবৈধ কয়লার ট্রাক মালিডহর চেকগেট পার হয়ে বরাকে ঢুকেছে।উল্লেখ্য, বিগত বহুদিন ধরে মেঘালয় থেকে দিঘরখাল হয়ে অবৈধ কয়লা সিন্ডিকেট চক্রের মাধ্যমে বরাকে প্রবেশ করছে কয়লা। এতে কোটি কোটি টাকা অবৈধ ভাবে রোজগার চলছে।  'না খায়েঙ্গে, না খানে দেঙ্গে'-বিজেপি সরকার সহ সনোয়াল সরকারের দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য আজ কতটা সফল হচ্ছে। তা একদমই পরিষ্কার। রাজ্যের বিভিন্ন এলাকা থেকে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ উঠলেও সর্বানন্দ সনোয়াল নেতৃতাধী সরকার একেবারে কুম্ভ নিদ্রায়। আর পুলিশ অবাধে কয়লা, সহ অন্যান্য ব্যবসায়ীদের  থেকে অর্থ উপার্জন করছে। শূন্য টলারেন্সের গ্যারাণ্টী দেওয়া বর্তমান আসাম সরকার এই বিষয়ে কি করেন তাহা দেখার বিষয় বক্তব্য প্রতিবেদকের নয়, অভিযোগকারীদের।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর