ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

৯৮ লক্ষ টাকার টেন্ডার, অভিযোগ গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

হক নাসরিন বানু

প্রকাশিত: ১২ জুলাই ২০২০ ২২ ১০ ৩০  

বিডিওর সই জাল করে নিয়মবহির্ভূত ভাবে প্রায় ৯৮ লক্ষ টাকার অবৈধ টেন্ডার করার অভিযোগ উঠল মালদা বামনগোলা ব্লকের মদনাবতী গ্রামপঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। অভিযোগের তীর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান রঞ্জিতা হালদারের বিরুদ্ধে।গোটা ঘটনা নিয়ে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বের একাংশ। প্রধান বলেন গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা।
 বামনগোলা পঞ্চায়েত সমিতির তৃণমূলের সদস্য সুশান্ত কুমার সরকারের অভিযোগ ব্লক ডেভেলপমেন্ট অফিসারের সই  শীল জাল করে চুপিসারে টাকা আত্মসাৎ করার জন্য অবৈধ ভাবে টেন্ডার করেছেন তাদেরই গ্রাম পঞ্চায়েতের প্রধান।প্রধান রঞ্জিত হালদার বলেন সব কিছু নিয়ম-কানুন মেনে হয়েছে। দলের গোষ্ঠী কোন্দলের জেরে এই অভিযোগ উঠেছে দলেরই একাংশ।গোটা ঘটনা নিয়ে সরব হয়েছেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুর তিনি বলেন এটাই তৃণমূলের কালচার। এটা তৃণমূলের পক্ষে সম্ভব।
 তৃণমূলের মালদা জেলার সাধারণ সম্পাদক দেবপ্রিয় সাহা বলেন অভিযোগ প্রমাণিত হলে এই ধরনের অভিযুক্তদের দলে রাখা হবে না।  জেলা শাসকের নির্দেশে গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন বামন গোলা ব্লকের ভিডিও। যদিও বিডিও সঞ্জিত মন্ডলের সংবাদমাধ্যমের সামনে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর