৯৮ লক্ষ টাকার টেন্ডার, অভিযোগ গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:৪৩ পিএম, ১২ জুলাই ২০২০ রোববার
বিডিওর সই জাল করে নিয়মবহির্ভূত ভাবে প্রায় ৯৮ লক্ষ টাকার অবৈধ টেন্ডার করার অভিযোগ উঠল মালদা বামনগোলা ব্লকের মদনাবতী গ্রামপঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। অভিযোগের তীর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান রঞ্জিতা হালদারের বিরুদ্ধে।গোটা ঘটনা নিয়ে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বের একাংশ। প্রধান বলেন গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা।
বামনগোলা পঞ্চায়েত সমিতির তৃণমূলের সদস্য সুশান্ত কুমার সরকারের অভিযোগ ব্লক ডেভেলপমেন্ট অফিসারের সই শীল জাল করে চুপিসারে টাকা আত্মসাৎ করার জন্য অবৈধ ভাবে টেন্ডার করেছেন তাদেরই গ্রাম পঞ্চায়েতের প্রধান।প্রধান রঞ্জিত হালদার বলেন সব কিছু নিয়ম-কানুন মেনে হয়েছে। দলের গোষ্ঠী কোন্দলের জেরে এই অভিযোগ উঠেছে দলেরই একাংশ।গোটা ঘটনা নিয়ে সরব হয়েছেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুর তিনি বলেন এটাই তৃণমূলের কালচার। এটা তৃণমূলের পক্ষে সম্ভব।
তৃণমূলের মালদা জেলার সাধারণ সম্পাদক দেবপ্রিয় সাহা বলেন অভিযোগ প্রমাণিত হলে এই ধরনের অভিযুক্তদের দলে রাখা হবে না। জেলা শাসকের নির্দেশে গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন বামন গোলা ব্লকের ভিডিও। যদিও বিডিও সঞ্জিত মন্ডলের সংবাদমাধ্যমের সামনে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।