ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

স্থানীয়দের বাধায় কোয়ারান্টাইন সেন্টার চালু করতে সমস্যা মালে

দেবজ্যোতি মুখার্জী

প্রকাশিত: ২৫ মার্চ ২০২০ ২২ ১০ ৪৬  

ডুয়ার্সের মাল ব্লকের বিভিন্ন চাবাগান থেকে বহু মানুষ কাজের সন্ধানে ভিনরাজ্যে গিয়েছিল। করোনা আতংকের জেরে অনেকেই বাড়ি ফিরতে শুরু করেছিল। এদের আলাদা করে রাখার জন্য প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর কয়েকটি চাবাগানে          কোয়ারান্টিন সেন্টার চালু করতে উদ্যোগ নেয়।    কিন্তু, স্থানীয় লোকজন বাধা দেওয়ায় মাল ব্লকে  দুটি সেন্টার চালু করতে পারল না স্বাস্থ দপ্তর।স্বাস্থ দপ্তর থেকে মাল ব্লকের বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েত এলাকায়   লিসরিভার চা বাগান হাসপাতালে একটি কোয়ারন্টিন চালু হয়েছিল সোমবার।কয়েকজন রোগীও ছিল।মঙলবার সকালে স্থানীয় লোক এর বিরুদ্ধে পথে নামলে বন্ধ হয়ে যায় এটি। যারা ভর্তি ছিল তারা পালিয়ে  যায়।অনুরুপভাবে রাঙামাটি চা, বাগান হাসপাতালে ওই সেন্টার কর তে বাধা দেওয়ায় সেটিও চালু করা গেল না। ব্লক মেডিকাল অফিসার প্রিয়াংকু জানা বলেন এইভাবে বাধা দেওয়ার ফলে  কোনভাবেই ওইখানে করা যাচ্ছেনা।চা বাগানের বেশীরভাগ লোক ভিন রাজ্যে কাজ করতে যায়।অসুস্থ হয় তারাই।বাগানের লোক যদি তাদের সেন্টার করতে না দেয়, তবে দায়িত্ব বাগান ও বাগানের লোকদের নিতে হবে। তবে তিনি বলেন স্বাস্থ দপ্তর লিস রিভার বাদ দিয়ে ওদলাবাড়ী ও লাটাগুড়ীতে কোয়ান্টিরান সেন্টার চালু করার বিষয়ে প্রস্তুতি নিচ্ছে।এ বিষয়ে মাল মহকুমা শাসক শান্তনু বালা বলেন বাগানে আর সেন্টার হচ্ছে না।এটা,এখন শুল্কাপাড়া,হেলথ সেন্টারে হবে।নাগ্রাকাটার ব্লক মেডিকাল অফিসার,অভিষেক মন্ডল জানান যে শুল্কাপাড়া হাসপাতালে যে ভিজিটর্স রেষ্ট রুম আছে,সেটাকে কোয়ারেন্টান সেন্টার তৈরী করা হয়েছে।এখানে পুরুষ ও মহিলাদের পাচটি করে দশটি শয্যা রেডি করা আছে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর