ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

ওদলাবাড়িতে

পাগলা কুকুরের আতংকে বাজার ফাঁকা হলো

পুষ্প প্রভাত ডেক্স

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২০ ২১ ০৯ ২০  

 
পাগলা কুকুরের আতঙ্কে ফাকা ওদলাবাড়ি বাজার। রবিবার ছিল  ওদলাবাড়িতে বড় সাপ্তাহিক হাট। কিন্তু পাগলা কুকুরের আতঙ্কে রীতিমতো আতঙ্ক ব্যাবসায়ীদের ও ক্রেতাদের মধ্যে।

সকাল থেকে দুফুর  পর্যন্ত ছোট বড় মিলিয়ে প্রায় ১০ জন কে কামড়েছে কালো রং এর একটি পাগলা কুকুর। যার ফলে সকাল থেকে ওদলাবাড়ি সাস্থ্য কেন্দ্রের ইমার্জেন্সি বিভাগ পাগলা কুকুরে কামড়ানো রোগীর সংখ্যায় ভরে গেছে।
ওদলাবাড়ির সাস্থ্য কেন্দ্রের মেঝেতে রক্তে ভরে গেছে। যত বেলা হচ্ছে তত বারছে কুকুরে কামড়ানো রোগীর সংখ্যা। ইতি মধ্যে ১০ জন কে কামড়েছে এই পাগলা কুকুরটি। সবাই কেই পায়ে কামড়েছে।
ওদলাবাড়ি স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক তবরেজ খান বলেন, এই পাগলা কুকুরে কামড়ানোর ধরনটি খুব মারাত্মক।  কারো পায়ের মাংস তুলে নিয়েছে, কারো পায়ে ব্লেডের মত চিরে দিয়েছে। কিছু রোগীর চিকিৎসা হয়েছে এবং কিছু রোগীর চিকিৎসা চলছে। অবিলম্বে ওই পাগলা কুকুরে সনাক্ত করে ধরা উচিত। তানা হলে আক্রান্তের সংখ্যা আরো বারবে।

বিভিন্ন জায়গা থেকে ওদলাবাড়িতে সব্জি বিক্রি করতে আসা ইমরান আলী,  বাবলু হোসেন বলেন, আমরা হাটে সব্জি বিক্রি করছিলাম। হঠাৎ একটি কালো রং এর পাগলা কুকুরে আমাদের পায়ে কামড়ে,  পায়ের মাংস তুলে দেয়। রক্তাক্ত অবস্থায় অন্য দোকানদারেরা আমাদের স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আমরা।
সপ্তাহিক হাটে জন্য রবিবার সকাল সকাল বাজার করে এসেছিলেন কিশোর চৌধুরী,  মিন্টু বিশ্বাসরা। রাস্তা দিয়ে যাবার সময়। ওই কুকুরটি তাদের পায়ে কামড়ে দেয়। কামড়ে বেশ কিছুক্ষন পায়ের মংস ধরে টানছিলো পাগলা কুকুরটি। এরপর স্থানিয় মানুষজন। কুকুরটিকে লাঠিপেটা করলে পালিয়ে যায়। তারাও বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর