ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

হজরত পীর জনাব আব্দুল হামিদ আলি খাঁন রঃ স্মরণে তিন দিনের ঊরুষ মিলন

পুষ্প প্রভাত ডেক্স

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২০ ১৯ ০৭ ৪৭  

হাওড়া জেলার রাজাপুর থানার তুলসীবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত তুলসিবেড়িয়া দরগা শরীফে, হজরত পীর জনাব আব্দুল হামিদ আলি খাঁন রঃ স্মরণে, ষোল তম বার্ষিক পবিত্র ঊরুষ মিলন উৎসব আজথেকে , তের ফেব্রুয়ারি, সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার, তিন দিবারাত্রির    শুরু হলো । শেষ হবে শনিবার ভোর পাঁচটায় বলে জানান তুলসীবেড়িয়া দরগা শরীফ কমিটির সম্পাদক জনাব সইদুল ইসলাম খাঁন।   ভারতের জাতীয়  ও দরগা শরীফের পতাকা    উত্তোলন  ,ইসলাম ধর্মলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরিফ পাঠের মধ্য দিয়ে শুরু হলো তিন দিনের ঊরুষ মিলন উৎসব। স্বেচ্ছায় রক্তদান শিবিরে কুড়ি মহিলা ও পুরুষ মিলিয়ে প্রায় পঞ্চাশ জন রক্ত দান করেন সহযোগিতায় উলুবেড়িয়া মহকুমা ব্লাড ব্যাংক, এর কর্মী দল ছিলেন সেখ সাবির,দীলিপ সামন্ত, সিদ্ধার্থ অধিকারী,অলোক পোলমাল। রক্ত দানের উদ্বোধনী অনুষ্ঠানে পর্যায়ক্রমে উপস্থিত ছিলেন, কবি সাহিত্যিক বুদ্ধদেব মান্না,জনপথ সাহিত্য পত্রিকার সম্পাদক পূর্ণ চন্দ্র সামন্ত,পারের সম্পাদক রঘুনাথ কোঁড়া, কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্মী উত্তম মণ্ডল, আইনজীবী তাপস রাণা,উদিয়মান প্রতিভাধর চিত্র শিল্পী    সমাদৃতা রাণা সহ আরো অনেকে। ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নেন জনাব ডাঃ আরিফুল রহমান মল্লিক, ডাঃ সুকল্যাণ চক্রবর্তী, ডাঃ বিমল হাঁসদা প্রমুখ সহযোগিতায় উলুবেড়িয়া লাইফ কেয়ার হসপিটাল। এলাকার শতাধিক আপামর জনসাধারণ ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্হিতি ছিলেন।জল সংরক্ষণ ও যেমন খুশি আঁকা বাঁকা প্রতিযোগিতার দুই বিভাগে শতাধিক চিত্র শিল্পী অংশ গ্রহণ করে। যোগব্যায়াম প্রতিযোগিতা,ডটস , ক্যান্সার প্রতিরোধে ও পরিবেশ দূষণ রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তথ্য সমৃদ্ধ আলোচনা করা হয়। উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন তুলসীবেড়িয়া দরগা শরীফ কমিটি ট্রাষ্টের সভাপতি জনাব রিয়াজুল আলি লায়েক, সমগ্র অনুষ্ঠান পর্যায়ক্রমে পরিচালনা করেন দরগা শরীফ কমিটির পক্ষে জনাব আমিরুল ইসলাম খাঁন, জনাব সইদুল ইসলাম খাঁন, জনাব আবিদুল ইসলাম খাঁন প্রমুখ। গদ্দিনশিন পীর সাহেব জনাব রফিকুল ইসলাম খাঁন উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। আরো দুই দিনের অনুষ্ঠানে সামাজিক ও সাংস্কৃতিক সেবা প্রদানের সাথে সাথে সকলের সুখ,শান্তি, রোগমুক্তি, মঙ্গল,সমৃদ্ধি কামনা ও বিশ্বে শান্তির জন্য বিশেষ দোওয়া মোনাজাত প্রার্থনা করা হবে বলে জানিয়েছেন পীর সাহেব।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর