ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

অস্ট্রেলিয়াকে হেসে-খেলেই হারালো দক্ষিণ আফ্রিকা 

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ৪ নভেম্বর ২০১৮ ১৭ ০৫ ৪৬  

ঘরের মাঠে বেশ লজ্জায়ই পড়তে হলো অস্ট্রেলিয়াকে। সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনোরকম প্রতিরোধ গড়তে না পেরেই তাদের হার ৬ উইকেটে। পার্থে আফ্রিকার পেসারদের বোলিং তোপে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ানরা গুঁটিয়ে যায় মাত্র ১৫২ রান করে।  

বল টেম্পারিংয়ের অভিযোগে দলের নিয়মিত অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার বহিষ্কার হওয়ার পর থেকেই দুর্দশা যেনো পিছু ছাড়ছেনা অস্ট্রেলিয়ানদের। শেষ ২০ ম্যাচে জয় মাত্র দুটিতে। তবে ঘরের মাঠে নিজেদের ফিরে পাওয়ার লড়াইয়ে নেমেও এখন ব্যর্থ তারা।  

পার্থে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। তবে ডেল স্টেইন ও লুঙ্গি এনগিডির বোলিং তোপে শুরুতেই খেই হারিয়ে ফেলে অজি ব্যাটসম্যানরা। ৮ রান তুলতেই সাজঘরে ফিরে যান তিন টপ-অর্ডার ব্যাটসম্যান। এর পরে আর কেউই তেমন কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। মাঝে উইকেট-রক্ষক ব্যাটসম্যান এলেক্স ক্যারে (৩৩ রান) ও লোয়ার অর্ডারে খেলা পেসার নাথান কুল্টার নাইলই (৩৪ রান) যতোটুক প্রতিরোধ গড়েন। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা অস্ট্রেলিয়া স্কোরবোর্ডে ১৫২ রান তুলতেই হারায় সব কটি উইকেট। অজিদের তিনটি উইকেট তুলে নেন আফ্রিকান পেসার এন্ডিল ফ্যালুকায়ো। ডেল স্টেইন, এনগিডি ও স্পিনার ইমরান তাহির নেন দুটি করে উইকেট।  

১৫৩ রান তাড়া করতে নেমে শুরুতেই দারুণ সূচনা করে দক্ষিণ আফ্রিকার ওপেনাররা। ৯৪ রানের উদ্বোধনী জুটি করেন কুইন্টন ডি কক ও রেজা হেনড্রিক্স। তবে দারুণ খেলতে থাকা ডি-কক (৪৭ রান) কুল্টার-নাইলের বলে ক্যাচ দিয়ে বিদায় নিলেও জয় পেতে তেমন কোনো কষ্ট হয়নি প্রোটিয়াদের। ৩০ ওভার ৪ বল আর ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট তুলে নেন মার্কোস স্টোনিস। আর ম্যাচসেরা হন, শুরুতেই অস্ট্রেলিয়ান ইনিংসে কাঁপন ধরিয়ে দেওয়া ডেল স্টেইন।  

 

স্কোরকার্ডঃ 

অস্ট্রেলিয়ান ইনিংসঃ ১৫২/১০; (হেড ১, ফিঞ্চ ৫, শর্ট ০, লীন ১৫, ক্যারে ৩৩, ম্যাক্সওয়েল ১১, স্টোনিস ১৪, কামিংস ১২, কুল্টার-নাইল ৩৪, স্টার্ক ১২, হ্যাজেলউড ৬*; স্টেইন ৭-১-১৮-২, এনগিডি ৮.১-৩-২৬-২, রাবাডা ৮-০-৩০-০, ফ্যালুকায়ো ৬-০-৩৩-৩, তাহির ৯-০-৩৯-২) 

উইকেটের পতনঃ ১-৪ (হেড, ২.৩ ওভার), ২-৪ (শর্ট, ২.৫), ৩-৮ (ফিঞ্চ, ৫.৫ ওভার), ৪-৩৬ (লীন, ১৬.২ ওভার), ৫-৪৮ (ম্যাক্সওয়েল, ১৮.১), ৬-৬৬ (স্টোনিস, ২০.৬), ৭-৮৯ (২৮.৩), ৮-১০৭ (ক্যারে, ৩১.৫), ৯-১৪০ (স্টার্ক, ৩৫.৬), ১০-১৫২ (কুল্টার-নাইল, ৩৮.১) 

 

দক্ষিণ আফ্রিকা ইনিংসঃ ১৫৩/৪; (ডি-কক ৪৭, হেনড্রিক্স ৪৪, মারক্রাম ৩৬, ডু-প্লেসিস ১০*, ক্ল্যাসেন ২, মিলার ২*; হ্যাজেলউড ৮-২-৪১-০, কুল্টার-নাইল ৩-০-২৬-১, স্টার্ক ৮-০-৪৭-০, কামিংস ৬-২-১৮-০, স্টোনিস ৪.২-১-১৬-৩)

উইকেটের পতনঃ ১-৯৪ (ডি-কক, ১৬.৪), ২-১২২ (হেনড্রিক্স, ২১.৬) ৩-১৪৩ (মারক্রাম, ২৭.২), ৪-১৫১ (ক্ল্যাসেন, ২৯.১)

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর