ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

হাতির হানায় এক রাতে দুই বনকর্মী সহ জখম তিন

পুষ্পপ্রভাত ডেক্স

প্রকাশিত: ১৮ জুন ২০১৯ ১১ ১১ ৫৫  

হেডিংঃ হাতির হানায় এক রাতে দুই বনকর্মী সহ জখম তিন। 
সংবাদদাতা, মালবাজার, ১৭ জুন

 রবিবার রাতে বুনো হাতির আক্রমণে দুটি পৃথক ঘটনায় দুই বনকর্মী ও এক বৃদ্ধ সহ তিনজন জখম হয়। ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের মহাবাড়ি বস্তি ও জলঢাকা নদীর পার এলাকায়। বনবিভাগ থেকে জানাগেছে, রবিবার সন্ধ্যা ৭ টা নাগাদ বনদপ্তরের খড়িয়ারবন্দর বিটের বনকর্মী কাঞ্চা তামাং (৫৬) ডিউটি শেষে একটি সাইকেল চালিয়ে নিজের বাড়ি মহাবাড়ি বস্তি এলাকায় ফিরছিলেন। পথে টিক লাইন শ্রমিক বস্তি এলাকায় আচমকা এক বুনো হাতির সামনে পড়ে। হাতি তাকে শুর দিয়ে পেচিয়ে আছাড় মারে। মারাত্মক জখম অবস্থায় কোনক্রমে এক বাড়িতে ঢুকে প্রানে বাচে। হাতি তার সাইকেলটি আছড়ে দু টুকরো করে দেয়। সেই সময় প্রেমবাহাদুর ভুজেল(৬৭) নামের এক বৃদ্ধ রাস্তা ধরে আসছিল। হাটিটি তাকে শুর পেছিয়ে আছাড় মারে। তিনিও মারাত্মকভাবে জখম হয়। স্থানীয় লোকজন দ্রুত তাদের দুজনকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। আঘাত গুরুতর থাকায় তাদের উত্তর বংগ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তাদের পরিবারের লোকজন তাদের শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে ভর্তি করে।বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন। 
দ্বিতীয় ঘটনাটি ঘটে রাত ৯ টা নাগাদ জলঢাকা নদীর ধার এলাকায়। ধুপঝোড়া বিট অফিসের বনকর্মী বিমল ভুজেল (৫২) অন্যান্য দিনের মতো রাতে রাতে টহল দিচ্ছিলেন। আচমকা এক বুনো হাতির সামনে পড়ে যায়। হাতি তাকে শুর দিয়ে ধাক্কা দেয়। তিনি একটি নালা পড়ে জখম হয়। দ্রুত তাকে বনকর্মীরা মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। সে বর্তমানে সেখানে চিকিৎসাধীন।                                                                                                                            

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর