ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

গাছহীন জাতীয় সড়কের যাত্রীদের অবস্থা ন্যাক্কারজনক

মোহঃ নাজিম আক্তার

প্রকাশিত: ১২ মে ২০১৯ ২১ ০৯ ০০  

হরিশ্চন্দ্রপুর: 

81 নং জাতীয় সড়ক ধারে কোনো গাছ না থাকায় যাত্রীরা এই চাদিফাটা রোদে গরমে হাসফাস হয়ে পড়ছে । 81 নং জাতীয় সড়কটির দুই পাস বর্ধিত করার জন্য গত বছর পরিবহণ দফতর থেকে সব গাছ কেটে ফেলা হয় ।ফলে রাস্তার ধারে কোনো গাছের ছায়া না থাকায় যাত্রীরা এই গরমে হাফিয়ে উঠেছে ।এক সময় এই 81নংজাতীয় সড়কের দুই ধারে ইউক্যালিপটাস,শিরিষ,বট,নিম প্রভৃতি অসংখ্য গাছ ছিল ।আজ সেই জাতীয় সড়ক কাঠফাটা রোদে তপ্ত ।81 নং জাতীয় সড়কটি হরিশ্চন্দ্রপুর ,চাঁচল,সামসী হয়ে মালদা গেছে ।কোথাও বিন্দুমাত্র ছায়া নেই ।ছাতা ছাড়া যাত্রীরা চলতে পারে না ।একটুখানি বিশ্রাম নেওয়ার জন্য নেই কোনো সরকারি বিশ্রামালয়।যাত্রীদেরকে কারও দোকানের বারান্দায় আশ্রয় নিতে হয় ।

এলাকার স্থানীয় বাসিন্দারা জানান এই 81নংজাতীয় সড়ক ধরেই হরিশ্চন্দ্রপুর, পিপলা,তুলসীহাটা, কনুয়া, চাঁচল, মালতীপুর, সামসী পড়ুয়ারা স্কুল ও কলেজে পড়তে যান ।স্কুল ও কলেজ যাওয়ার পথে পড়ুয়াদের বই, খাতার সঙ্গে ছাতা ও জলের বোতল সঙ্গে নিতে হয় । 

এলাকার বাসিন্দারা আরও জানান এই 81নংজাতীয় সড়কের ধারে রয়েছে সামসী নিয়ন্ত্রিত তুলসীহাটা ও চাঁচল হাট ।রবিবার তুলসীহাটা ও বুধবার চাঁচল হাটে লক্ষাধিক মানুষের ভিড় হয় । দূর দূর গ্রাম থেকে লোকেরা এই জাতীয় সড়ক ধরে হাট করতে আসেন।

পরিবহণ দফতর সূত্রে জানা যায় রাস্তার কাজ শেষ হলেই আবার চারা গাছ লাগানো হবে 

এলাকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গাছ কাটার এক বছর কেটে গেলেও এখনও পর্যন্ত সরকারি পক্ষ থেকে কোনো বিশ্রামালয়ের ব্যবস্থা করেনি ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর