ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

সামসিতে বিদ্যুত বিচ্ছিন্নতা, দফায় দফায় জাতীয় সড়ক অবরোধ

উজির আলি

প্রকাশিত: ১২ জুলাই ২০১৯ ০২ ০২ ৩৭  

সামসিতে বিদ্যুতের বিচ্ছিন্নতায় ক্ষুব্ধ গ্রামবাসীদের দফায় দফায় পথ অবরোধ 
 সামসিঃ
রতুয়ার শ্রীপুর-১ পঞ্চায়েতের মাগুরা, বালিপাথার, শান্তিপুর, চাতোর, নজরপুর, হরিরামপুর, টেকনা সহ একাধিক গ্রামগুলি বিদ্যুতের বিচ্ছিন্নতায় অন্ধকারে ডুবে রয়েছে এলাকা। গত চারদিন এই এই দুর্ভোগ সহ্য করছে উক্ত এলাকার মানুষ। ক্ষুদ্ব লস্করপুর গ্রামবাসী  তিনদিন আগেও 81 নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। সেই কর্মসূচীতেও মেলেনি সাভাবিক বিদ্যুত পরিষেবা। তাই দ্বিতীয় দফায়  বৃহস্পতিবারে  মাগুরা বাধ সংলগ্ন 81 নং জাতীয় সড়কের  উপর  পথ অবরোধ করে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রী, নবীন-প্রবীন ও মহিলারা। বিক্ষোভ কারীদের অভিযোগ, এলাকায়  পাঁচদিন ধরে বিদ্যুত পরিষেবা বন্ধ রয়েছে।
রাত্রীতে  আন্ধকারে কাটাতে হচ্ছে ।  ফলে একদিকে গরমে যেমন অতিষ্ঠ হচ্ছি, তেমনি জল পাম্প বন্ধ রয়েছে। ফলে জল সংগ্রহ হয়না। অকেজো হয়ে রয়েছে হাজারো গ্রামবাসীর চলভাষ যন্ত্র, তার জেরে যোগাযোগ ব্যবস্থ বিচ্ছিন্ন। একদিকে  সন্ধ্যা নামতেই বৈদ্যুতিক আলোর অভাবে বন্ধ হচ্ছে দোকান।
ছাত্রছাত্রীরা পড়াশুনা থেকে বিরত থাকছে।
সূত্রের খবর,
মাগুরা শান্তিপুরের সাদিকুল ইসলামের অভিযোগ বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে লিখিতভাবে আবেদন জানিয়েও কোন সুফল মেলেনি। ফলে অবরোধ বেছে নিয়েছেন বাসিন্দারা।
টানা আড়াই ঘন্টা পর ঘটনাস্থলে
অবরোধ তুলতে  পৌছান পুকুরিয়া থানার ওসি ঝুটন প্রসাদ। তাতেও অবরোধকারীরা নিরব হননি বলে খবর।
সামসি পাওয়ার স্টেশনের প্রবন্ধক এক ঘণ্টার মধ্যে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার আসশাস দিলে পথ অবরোধ তুলে নেন এলাকাবাসী।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর