ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

লা লিগাতে স্বস্তির জয় রিয়ালের 

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ৪ নভেম্বর ২০১৮ ০০ ১২ ৫০  

অবশেষে লা-লিগাতেও জয়ের ধারায় ফিরলো রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আজ রিয়াল ভায়াদোলিদকে ২-০ গোলে হারিয়েছে তারা। তবে জেতার জন্য আজও বেশ বেগ পেতে হয়েছে লস ব্লাঙ্কোদের। প্রথম গোলের জন্য ৮২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে সান্তিয়াগো সলারির শিষ্যদের। ৮৩ মিনিটে ভায়াদোলিদ ডিফেন্ডার কিকো অলিভাসের আত্মঘাতী গোল আর ৮৮ মিনিটে দলীয় অধিনায়ক রামোসের পেনাল্টি থেকে করা গোলে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে রিয়াল। 

দলের নিয়মিত দুই ফুলব্যাকের অনুপস্থিতি। ইস্কো ও বেঞ্চে! তবে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের রক্ষণে আক্রমণ চালাতে থাকে রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ডরা। ৪ মিনিটেই গোল মুখে শট নেন রিয়াল স্ট্রাইকার করিম বেনজামা। তবে লক্ষ্যভ্রষ্ট শট খুঁজে পায়নি গোলের ঠিকানা। এদিকে গোলের সব থেকে ভালো সুযোগ প্রথম তৈরি করে রিয়াল ভায়াদোলিদই। তবে সহজ সুযোগ মিস করেন ভায়াদোলিদ স্ট্রাইকার এনেস উনাল। তার হেডটি চলে যায় গোলপোস্টের বাইরে দিয়ে। প্রথমার্ধ শেষ হয় কোন গোল ছাড়াই। 

দ্বিতীয়ার্ধের শুরুতে দু'দলই আরও গোছানো ফুটবল খেলতে শুরু করে। ৫১ ও ৫৩ মিনিটে ক্যাসেমিরো দু'বার গোলের সুযোগ তৈরি করলেও। একবারও বল জড়ায়নি জালে। এক পর্যায়ে রিয়ালকে বেশ চাপেও ফেলে দেয় সার্জিও গঞ্জালেসের শিষ্যরা। তবে ফিনিশিংয়ের অভাবে আর এগিয়ে যাওয়া হয়নি তাদের।

গোল পেতে মরিয়া রিয়াল কোচ সলারি ৫৭ মিনিটে ক্যাসেমিরোকে উঠিয়ে মাঠে নামায় প্লে-মেকার ইস্কোকে। এদিকে কাউন্টার অ্যাটাকে গোলের দারুণ এক সুযোগ করে সৃষ্টি করে ভায়াদোলিদ। তবে টনি ভিলার বুলেট গতির শটটি ফেরত আসে গোল পোস্টে লেগে। 

৭৪ মিনিটে অ্যাসেন্সিওর পরিবর্তে মাঠে নামেন ভিনিসিয়াস জুনিয়র। আর তার মাঠে নামার পর থেকেই আরও আক্রমণাত্মক খেলা খেলতে থাকে রিয়াল একাদশ। গোল মুখে একের পর এক আক্রমণ সানাতে থাকে রিয়ালের ফরওয়ার্ডরা। ফলাফলও এসে যায়। ম্যাচের ৮২ মিনিটে ডি বক্সের বাইরে বাম পাশে বল পেয়ে দারুণ গতিতে ডি বক্সে ঢুকে পড়ে ভিনিসিয়াস। আর তখন বলটি ক্রস করলে ভায়াদোলিদ ডিফেন্ডার কিকো অলিভাসের গায়ে লেগে জড়িয়ে যায় নিজ জালে। আত্মঘাতী গোলেই লিড নেয় স্বাগতিক শিবির। তবে এক গোলে এগিয়ে থেকেই দমে যায়নি
সাদা জার্সি ধারিরা। ৮৮ মিনিটে করিম বেনজামাকে অবৈধভাবে ডি-বক্সে ফেলে দেওয়ায় পেনাল্টির বাঁশি বাজায় ম্যাচ রেফারি। পেনাল্টি স্পট থেকে গোল করে রিয়ালকে ২-০ তে এগিয়ে নিয়ে যান অধিনায়ক সার্জিও রামোস।  

ভায়াদোলিদের বিপক্ষে এই জয়ে ১১ ম্যাচ শেষে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এলো রিয়াল মাদ্রিদ। অন্যদিকে, কোপা দেল রে'তে জয়ের পর লা লিগাতেও জয় দিয়েই রিয়াল কোচিং ক্যারিয়ার শুরু করলেন অন্তর্বর্তীকালীন কোচ সান্তিয়াগো সলারি।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর