ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

মালদা জেলা সাইবার ক্রাইমবাঞ্চ ও মালদা পুলিশের জালে ধৃত এটিএম জালি

হক নাসরিন বানু

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৯ ১৬ ০৪ ৪৫  

মালদা জেলা সাইবার ক্রাইমবাঞ্চ ও মালদা পুলিশের জালে ধৃত এটিএম জালিয়াতি চক্রের এক পাণ্ডা।

হক নাসরিন বানু, মালদা:

মালদা জেলা সাইবার ক্রাইমবাঞ্চ ও মালদা থানার পুলিশের জালে ধৃত এটিএম জালিয়াতি চক্রের এক পাণ্ডা। বুধবার দুপুরে পুরাতন মালদার রাজীবগান্ধি পৌরবাজারের একটি সোনার দোকান থেকে ওই পাণ্ডাকে গ্রেফতার করা হয়েছে। ধৃত পাণ্ডার নাম মহঃ দিলওয়ার (৩০)। বাড়ি উত্তর দিনাজপুরের হেমতাবাদ এলাকায়। ধৃতকে বুধবার মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।মালদা থানার পুলিশ ও জেলা সাইবার ক্রাইমবাঞ্চ সূত্রে জানা গিয়েছে, গত ১ অক্টোবর ধৃত ব্যক্তি চোরাই একটি এটিএম কার্ড ব্যবহার করে কিছু গহনা কেনে। সেই সূত্র ধরেই দোকানের সিসিটিভি ফুটজ দেখে ওই ব্যক্তিকে চিহ্নিত করা হয়। এদিন ওই ব্যক্তি ফের ওই দোকানে এটিএম ব্যবহার করে গহনা কিনতে এসেছিল। ঘটনাস্থল থেকে ওই ব্যক্তি পালাতে গেলে স্থানীয় বাসিন্দারা ওই ব্যক্তিকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। ধৃত ব্যক্তিকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২৬ টি এটিএম কার্ড বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতকে এদিন মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।সোনার দোকানের কর্মী বিপ্লব পাল জানান, গত ১ তারিখে এই ব্যক্তি দোকান থেকে এটিএম কার্ড ব্যবহার করে ২২ হাজার টাকার সোনার গহনা কিনেছিল। তারপরেই সাইবার ক্রাইম দপ্তর থেকে দোকানে তদন্তে আসে। এদিন ওই ব্যক্তি ফের গহনা কিনতে এলে তাকে চিহ্নিত করে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশে খবরের অনুমান করতে পেরে পালাতে গেলে স্থানীয়রা ওই ব্যক্তিকে ধরে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর