ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

ভিন রাজ্যে কাজ করতে গিয়ে নিখোঁজ বাংরুয়ার রুবেল

মোহঃ নাজিম আক্তার

প্রকাশিত: ১৮ জুন ২০১৯ ১৯ ০৭ ৪২  

হরিশ্চন্দ্রপুর

ভিন রাজ্যে কাজ করতে গিয়ে নিখোঁজ হন মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাংরুয়া গ্রামের বাসিন্দা মহঃ রুবেল ।ছয় মাস আগে দিল্লিতে কাজ করতে যায় রুবেল ।কাজ কারত বাংরুয়া গ্রামেরই বাসিন্দা এহেসান আলির প্লাস্টিক কারখানায়।গত শনিবার সকাল সাড়ে আটটার সময় দিল্লির আনন্দ বিহার স্টেশন থেকে সীমাঞ্চল এক্সপ্রেস ট্রেন ধরে বাড়ি ফেরার কথা ছিল।কিন্তু নিখোঁজ হওয়ার চারদিন কেটে গেলেও এখনও পর্যন্ত মিলেনি কোনো খোঁজখবর ।সূত্রের খবর,এহেসান আলির বাড়ি হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর জিপির বাংরুয়া গ্রামে।দীর্ঘদিন ধরে দিল্লির নাগলয়ে এক প্লাস্টিক কারখানার মালিকানা করে আসছেন ।তার কারখানায় ছয় মাস ধরে কাজ করত রুবেল।ঈদের নামাজ বাড়িতে এসে পড়ার কথা থাকলেও কাজের চাপে আসতে পারেনি রুবেল।

গত শনিবার সেইরুদ্দিন অরফে নেঙড়া বাড়িতে স্ত্রীর অসুস্থতার কথা শুনে এহসানের কাছ থেকে কয়েক দিনের জন্য ছুটি নিয়ে দিল্লির আনন্দ বিহার স্টেশন থেকে সীমাঞ্চল এক্সপ্রেস ট্রেন ধরে বাড়ির দিকে রওনা দিলে রুবেলও বাড়ি আসার জন্য তার সঙ্গ ধরে।রুবেলকে বারবার বাধাদেওয়া সত্বেও বাড়ি আসার জেদ ধরে । তখন সময় শনিবার ভোর সাড়ে চারটা ।এহেসান রাজুকে রুবেলের ভার দায়িত্ব দিয়ে শনিকে সঙ্গে করে বাসে চেপে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে আনন্দ বিহার স্টেশনে ট্রেন ধরতে আসে ।সকাল সাড়ে আটটার সীমাঞ্চল এক্সপ্রেস ট্রেন ধরে রবিবার বিকেল সাড়ে চারটায় বিহারের কাটিহার স্টেশনে পৌঁছায় ।রাত এগারোটার সময় কাটিহার থেকে হাটে বাজারে এক্সপ্রেস ট্রেন ধরে বাড়ি পৌঁছায়।বাড়িতে এসে সে জানতে পারে রুবেল শনিবার সকাল থেকে নিখোঁজ রয়েছে।

 

রুবেলের বাবা সেখ দুলাল ও মা রবিনা বিবি জানান, এক ছেলে ও এক মেয়ে নিয়ে মোট চারজনের অভাবের সংসার ।দিনমজুর করে কোনোরকম দিনগুজরান ।সংসারের হাল ধরতে একমাত্র ছেলে দিল্লিতে কাজ করতে গিয়ে চারদিন ধরে নিখোঁজ।পরিবারে শোকের ছায়া নেমে এসেছে । তার ছেলে কোথায় ও কি অবস্থায় রয়েছে তা কেউ বলতে পারে না ।

ইতিমধ্যে দিল্লি থানা ও হরিশ্চন্দ্রপুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে।হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জিব কুমার বিশ্বাস জানান, শিগ্ররই দিল্লি পুলিশের সহযোগিতায় তদন্ত চালু করবে ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর