ব্রেকিং:
জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

শুক্রবার   ০৪ জুলাই ২০২৫   আষাঢ় ২০ ১৪৩২   ০৮ মুহররম ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বিধবা মহিলা ও তার দুই মেয়েকে মারধোর করার অভিযোগ l

প্রকাশিত: ৫ জুন ২০২১ ১১ ১১ ৪১   আপডেট: ৫ জুন ২০২১ ১১ ১১ ৪১

মালদা- ছোটদের বিবাদকে কেন্দ্র করে বিধবা মহিলা ও তার দুই মেয়েকে মারধোর করার অভিযোগ উঠল প্রতিবেশির বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম চার জন। শুক্রবার রাতে মালদার ইংরেজবাজার থানার মিল্কী খাসখোল গ্রামে ঘটনাটি ঘটেছে। বর্তমানে জখমরা মিল্কী গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে জখম হয়েছে চুমকি চৌধুরি(৩২), তার দুই মেয়ে সুমি চৌধুরি ও রূপা চৌধুরি। এছাড়াও গুরুতর জখম হয়েছে চুমকি চৌধুরির বৃদ্ধা মা মন্দাধরি চৌধুরি। তাঁর একটি কান ছিঁড়ে নিয়েছে অভিযুক্তরা। ঘটমনায় অভিযুক্ত প্রতিবেশি রাজকুমার চৌধুরি তাঁর স্ত্রী ঝুমা চৌধুরী ও ছেলে শুভঙ্কর চৌধুরী। চুকমি চৌধুরীর মেয়ের সাথে রাজকুমার চৌধুরীর ছোট মৈয়ের বিবাদ বাধে। মোবাইলে কথা বলা নিয়ে দুই জনের মধ্যে ঝামেলা হয়। তাদের ঝামেলা করতে বারণ করে চুমকি চৌধুরী। বিষয়টি পরে জানতে পারে রাজকুমার। নিজের মেয়েকে প্রথমে মারধোর করে। তারপর পরিবারের সকলে মিলে চড়াও হয় চুমকী চৌধুরীর পরিবারের উপর। পরিবারের চার মহিলা সদস্যকে ব্যাপক মারধোর করে। পরে প্রতিবেশিরা তাদের উদ্ধঅর করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় মহিলা থানায় অভিযোগ জানাতে গেলে অভিযোগ নিতে অস্বীকার করেন মহিলা থানার পুলিশ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর