ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

প্রাক্তন রাষ্ট্রপতির স্ত্রীর নামাঙ্কিত ফুটবল টুর্নামেন্ট রাজনগরে

খান আরশাদ, বীরভূম

প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৯ ১১ ১১ ২৪  

 

 

প্রাক্তন রাষ্ট্রপতি তথা জেলার ভূমিপুত্র ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়ের স্বর্গীয় স্ত্রী শুভ্রা  মুখোপাধ্যায় ও রাজনগরের লাউজোড় গ্রামের বিশিষ্ট সমাজসেবী শিক্ষক স্বর্গীয় সুনীল অধিকারীর নামাঙ্কিত স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল বীরভূমের রাজনগরের লাউজোড় গ্রামে। লাউজোড় নেতাজী সংঘের পরিচালনায় ক্লাবের নিজস্ব ময়দানে আয়োজিত এই টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নেয়। বৃহস্পতিবার খেলা শুরুর আগে আমন্ত্রিত অতিথিদের বরণ করে নেওয়ার পর প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্ত্রী স্বর্গীয় শুভ্রা মুখোপাধ্যায় ও স্বর্গীয় সুনীল অধিকারী প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এক মিনিট নিরবতা পালন করা হয়।   ঝাড়খন্ডের MBBS বেড়া একাদশ ও বীরভূমের লতাবুনি ফুটবল টীমের মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। ১-০ গোলে জয়ী হয় MBBS বেড়া একাদশ। 
  চ্যাম্পিয়ন দলকে ট্রফি সহ পনেরো হাজার টাকা ও রানার্স দলকে ট্রফি সহ দশ হাজার টাকা পুরস্কার হিসেবে দেওয়া হয়। এদিন অনুষ্ঠানের মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন প্রণব পুত্র প্রাক্তন সাংসদ অভিজীৎ মুখোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন স্বর্গীয় সুনীল অধিকারীর সহধর্মিনী, চন্দ্রপুর থানার ওসি বিপ্লব দত্ত, রাজনগর থানার ওসি সঞ্চয়ন ব্যানার্জ্জী, সমাজসেবী সঞ্জয় অধিকারী, ভয় টিভির কর্ণাধার সন্তোষ ঘোষ, তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মলয় রায়, অমর মালী, বংশীধর মালী, বুদ্ধদেব দাস সহ অন্যান্য ক্লাবকর্তা ও বিশিষ্টজনেরা। 
এদিনের খেলাটি পরিচালনা করেন এলাকার বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী রাজা, কাজী দোয়েল ও সেখ সরিদ। প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায় এদিন দুই দলের খেলোয়াড়দের শুভেচ্ছা জানান।  এদিনের খেলা দেখতে উপস্থিত হয়েছিলেন বেশ কয়েক হাজার দর্শক। খেলা দেখতে আসা মহিলাদের উপস্থিতিও ছিলো চোখে পড়ার মতো। 

 

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর