ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

পুরাতন মালদা পৌরসভার পৌর নাগরিকদের স্বার্থে উন্নয়নমুখী এক গুচ্ছ

হক জাফর ইমাম । মালদা

প্রকাশিত: ৩ জুলাই ২০১৯ ২৩ ১১ ৩৮  

 

গত ২ তারিখ মঙ্গলবার পুরাতন মালদার পৌরসভার বোর্ড অফ কাউন্সিলে পৌর এলাকার নাগরিকদের কথা মাথায় রেখে পরিষেবা মূলক কিছু উন্নয়নমুখী এক গুচ্ছ প্রকল্প নেওয়া হয়েছে , এই দিন বোর্ড অব কাউন্সিলে  মিটিং ছিল অর্থাৎ বি ও সি সভা । এই বিওসি সভায়  এবারে বেশ কয়েকটি এলাকায়পৌর নাগরিকদের কথা মাথায় রেখে পরিষেবা মূলক কিছু উন্নয়নমুখী এক গুচ্ছ প্রকল্প নেওয়া হয়েছে , তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে পুরাতন মালদা পৌরসভা বহু পুরনো পৌরসভা  হলেও এই পৌরসভায় কোন শববাহী গাড়ি নেই   এর ফলে হসপিটালে বা অন্য কোথাও দূরে কোথাও কোনো ব্যক্তির মৃত্যু হলে তাকে খোলা গাড়ি বা ভাড়া করে গাড়িতে নিয়ে আসতে হয়। সে সব কথা মাথায় রেখে এবারের বিওসি মিটিংয়ে একটি নতুন শববাহী গাড়ি কেনার প্রস্তাব রাখা হয়েছে পাশাপাশি এই পৌরসভায় কোন এম্বুলেন্স গাড়ি নেই তাই দুটি নতুন এম্বুলেন্স গাড়ি কেনার আবেদন রাখা হয়েছে , কারণ এখানে কোন রোগী বিপদে পড়লে হঠাৎ করে কোনো এম্বুলেন্স পাওয়া যায় না অথবা ভাড়া করতে হয় । সব থেকে আরও আরো একটি প্রকল্প ধরা হয়েছে  সেটি হলো পুরাতন মালদা শহর কে সাজানোর জন্য বিভিন্ন স্কুল কলেজ এবং জনবহুল এলাকায় বিভিন্ন  মনীষীদের মূর্তি বসানো হবে এবং সেসব এলাকায় সে সব মনীষীদের নামকরণ দিয়েই এলাকা চিহ্নিত হবে। পুরাতন মালদা পৌরসভা পৌর প্রধান কার্তিক ঘোষ আরো জানান যে হাউস ফর অল প্রকল্পে ২০১০ এবং  দুই হাজার কুড়ি সালে ৬৩৩ জন বেনিফিশিয়ারি ঘর পাবে এবং তাদের জন্য পৌরসভার কুড়িটি ওয়ার্ডে মাইকিং এর মাধ্যমে প্রচার হবে এবং দুটি অতিরিক্ত সেল খোলা হবে সেই সেলে গিয়ে বেনিফিশিয়ারি রা  ঘর পাওয়ার জন্য আবেদন করবে তারপর থেকেই বেনিফিসারী দের বাড়ি গিয়ে পৌর কর্মীরা খোঁজখবর নিয়ে তাদের ঘরের ব্যবস্থা করবেন অর্থাৎ বেনি ফিসারি দের পৌরসভায় বারবার আসতে হবে না, পৌরসভা কর্তৃপক্ষ তাদের বাড়ি গিয়ে সম্পূর্ণ কাজ করবে বলে জানা গেছে। এইসব জনমুখি প্রকল্প বিওসি সভায় পাস হওয়ায় পৌরসভার একমাত্র বিরোধী কাউন্সিলর ১৭ নম্বর ওয়ার্ডের বাম ফ্রন্টের কাউন্সিলর সুজন সাহা জানান এতদিন পর এই বিওসি মিটিংয়ে কিছু জনবহুল উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে তার জন্য তিনি পৌরসভাকে ধন্যবাদ জানাই কারণ শববাহী গাড়ি ,  এম্বুলেন্স গাড়ি এবং মনীষীদের মূর্তি বসানো হবে  তাতে তিনি পুর্ন সমর্থন জানিয়ে এই সব প্রকল্পের সাফল্য কামনা করেন।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর