ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

উত্তাল আসাম

নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে

রাহাতুল আক্তার বড়ভূইয়া

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০১৯ ২২ ১০ ৪৮  

বরাকের টাইগার বিধায়ক আনোয়ার হোসেন লস্কর গ্রেফতার

বরাকের টাইগার বিধায়ক আনোয়ার হোসেন লস্কর গ্রেফতার

 গুয়াহাটি প্রতিনিধি

হাইলাকান্দিতে আসাম বন্ধের প্রভাব সর্বাত্মক , রাজ পথে নেমে প্রতিবাদ করে জেলার বিভিন্ন সংগঠন । প্রতিবাদস্থল থেকে  গ্রেফতার বরাকের টাইগার বিধায়ক আনোয়ার।
ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব বিল নিয়ে রাজ্যের রাজনীতি কোন দিকে গড়ায় ,এনিয়ে চিন্তিত রাজ্যের বুদ্ধিজীবী মহল। অগপ - বিজেপি একে অপরের বিরুদ্ধে  রাজনীতিক বোমা বর্ষণের পর, জোট নামক বিবাহ বিচ্ছেদ ঘটেছে সোমবার । এতে নাগরিকত্ব সংশোধনী বিল আখেরে হিমঘরে ঠাই পায় , না বাস্তবে পরিণত হয়, এমন হয়ে দাড়িয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে । এদিকে মঙ্গলবার নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে রাজ্যের পরিস্থিতি উত্তাল হয়ে উঠে। মঙ্গলবার সকাল থেকে নিজের সৈন্য বাহিনীকে সঙ্গে নিয়ে মাঠে নেমেছিলেন, বরাকের টাইগার বলে পরিচিত, অসম রাজ্যের দাপটে বিধায়ক আনোয়ার হোসেন লস্কর।হাইলাকান্দি জেলার মধ্যে একমাত্র টানটান  পরিস্থিতি ছিল হাইলাকান্দি সমষ্টিতে। মরব,কিন্ত নাগরিকত্ব সংশোধনী বিল“ মানছি না মানব না” “বিজেপি সরকার হায় ”এমন স্লোগান ছিল বিধায়ক বাহিনীর মুখে, অবশেষে পরিস্থিতি বিগড়ে যাওয়ার আশঙ্কায় জেলা প্রশাসন গ্রেফতার করলেন ,বরাকের টাইগার বিধায়ক আনোয়ার হোসেন লস্কর সহ এএইচ ফ্যান্স ক্লাবের কার্যকরী সভাপতি অপ্পু বড়ভূইয়া ,প্রচার সম্পাদক মস্তু লস্কর, আয়নাখাল নিশ্চিন্তপুর জেডপিসি সইদুল আলম মজুমদার ,পঞ্চায়েত সভাপতি জহর লস্কর,রিপন বড়ভূইয়া,দিলওয়ার লস্কর,হিলাল মজুমদার,আলী আহমদ , মুক্তা লস্কর,রকি লস্কর প্রমুখ কে। এদিকে বিধায়ক আনোয়ার লস্কর এবং নিজের সৈন্য বাহিনীকে রণংদেহী মেজাজে দেখা গেলেও জেলার অন্য দুই বিধায়কের ভূমিকা ছিল মেঘের আড়ালে।এবং হাইলাকান্দি শহরে বন্ধের সর্বাত্মক প্রভাব ছিল দর্শনীয় এর কৃতিত্বের দাবিদার বিধায়ক আনোয়ার লস্কর বলে মনে করেন এএইচ ফ্যান্স ক্লাবের কর্মকর্তাগণ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর