ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

দেশ প্রেমিক

ফারুক আহমেদ

প্রকাশিত: ১১ মে ২০১৯ ০৪ ০৪ ৫৫  

দেশপ্রেমিক

ফারুক আহমেদ

 

নাফার চোখের দিকে তাঁকাও,

অফুরন্ত সৃষ্টি খেলা করে ও-চোখে।

ওকে মেরো না, ওকে বাঁচতে দাও

ওর কাছ থেকে চেয়ে নাও

মিত্রতা-ভালবাসা-মনুষ্যত্ব-মানুষ--

অবাঞ্ছিত ভেবে ঘৃণা করো না।

 

জেনো অবাঞ্ছিত শুঁয়াপোকারাও আজও প্রজাতির হয়।

 

তাঁর চোখ আর কায়া-মনের জন্ম হয়েছিল কোন এক ২৫ বৈশাখ,

রবীন্দ্র জন্মের ক্ষণে। 

 

 

পবিত্র মাটির মতন

সে-যেন আমারই স্বদেশ।

 

 

তাই

নাফার প্রেমেই হয়েছি দেশপ্রেমিক।

 

 

রাস্তায় পড়ে থাকা কলার খোসা, ইট

ছোটোখাটো আপদ-বিপদ

পাথরের টুকরো, সরিয়ে সরিয়ে

নিরাপদ জায়গায় রাখি।

 

 

হৃদয় কাঁপানো দেশপ্রেমিক হতে পারিনি।

 

 

রাতের মূল্যবান তারার আকাশে

হতে পারিনি অনামি কোনও এক তারাও --

তবুও আকাশ দেখি।

 

ফেটে পড়ার প্রতীক্ষায় অপ্রকাশিত উপন্যাস। 

 

 

ভাবনার ক্যানভাস জুড়ে

ফুটে ওঠে এ কোন ছবি, কার ছবি?

বেলা অবেলায় এ কোন আত্মশুদ্ধি?

 

 

নাফার চোখ আমার চোখের ভিতরে

খেলা করে

অফুরন্ত সৃষ্টির খেলা।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর