ব্রেকিং:
জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ জুলাই ২০২৫   আষাঢ় ২৩ ১৪৩২   ১১ মুহররম ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

হাজার হাজার দর্শকদের উপস্থিতিতে জমজমাট আবহে সম্পন্ন হল সুতি MLA কাপের টি-টোয়েন্টি ফাইনাল

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৫ ২১ ০৯ ৫৫   আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৫ ২১ ০৯ ৫৫

হাজার হাজার দর্শকদের উপস্থিতিতে জমজমাট আবহে সম্পন্ন হল টি- টোয়েন্টি সুতি MLA কাপের মেগা ফাইনাল। শীতকাল মানেই ক্রিকেট খেলায় মেতে থাকে বাঙালি। আর সেই ক্রিকেট জ্বরে মেতে উঠলো ছাবঘাঁটি কেডি বিদ্যালয় ময়দান । গত ২৩ শে জানুয়ারি  শুভ সূচনা হয়েছিল সুতি MLA কাপ।সুতির বিধায়ক ইমানী বিশ্বাসের আয়োজিত  ১২ দলীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত হলো  ৮ই ফেব্রুয়ারি শনিবার। উদ্বোধনী পর্বে  জাতীয় সংগীত পায়রা উড়িয়ে ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান,বিধায়ক ইমানী বিশ্বাস। সাদিকপুর গ্রাম পঞ্চায়েত প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৯৮  রান তুলতে সক্ষম হয়। অপরদিকে  বাজিতপুর  অঞ্চল পাল্টা খেলতে নেমে সব উইকেট হারিয়ে ১২৬ রান তুলতে সক্ষম হয়। অবশেষে  সাদিকপুরের দুর্দান্ত বোলিংয়ে ৭২ রানে  জয়লাভ সাদিকপুর অঞ্চল। ফাইনালে জয়ী টিমকে ট্রফি ও আশি হাজার টাকা চেক এবং রানার্স দলকে ৬০০০০  হাজার টাকার  চেক  ও ট্রফি তুলে দেন ইমানী বিশ্বাস। পাশাপাশি এদিন পুরস্কার হিসেবে  ম্যান অফ  দ্যা  ম্যাচ ও সিরিজ তুলে দেন সুতি MLA কাপের উদ্যোক্তারা।শীতের মাঝে শুরু হয়েছে  চারিপ্রান্তে ক্রিকেটের উন্মাদনা।এদিন ৮ ফেব্রুয়ারী ছাবঘাঁটি কেডি বিদ্যালয়  ময়দানে  জমকালো আয়োজনে ফাইনাল অনুষ্ঠিত হয়।বিধায়ক ইমানী বিশ্বাস বলেন এই ধরনের ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে  খেলাধুলার প্রতি আগ্রহ বাড়িয়ে তুলবে, এলাকার প্রতিভাবান ক্রিকেটার উঠে আসবে, পাশাপাশি বর্তমানে যুবসমাজ মোবাইল ছেড়ে মাঠমুখী হবে। ফাইনালে উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন  রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী  মোহাঃ আখরুজ্জামান, বিধায়ক ইমানী বিশ্বাস,এদিনের উদ্বোধনী ফাইনাল ম্যাচে ক্রিকেটপ্রেমীদের  ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।সুতি MLA কাপ কমিটির পক্ষ থেকে জয়ী এবং রানার্স টিমকে সংবর্ধিত করা হয়। সবমিলিয়ে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে  সুতি MLA কাপ কার্যত জমজমাট হয়ে উঠে। এদিনের ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন  সাংসদ খলিলুর রহমান , বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী  আখরুজ্জামান, জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায়, বিধায়ক ইমানী বিশ্বাস, ওসি বিজন রায়, যুব নেতা ওবায়দুর রহমান, মাসুদ রানা, সিরাজুল ইসলাম,জেলা পরিষদের সদস্য আজমাউর সেখ, পঞ্চায়েত সমিতির সভাপতি ও একাধিক বিশিষ্টজনেরা।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর