ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শনিবার   ১৮ জানুয়ারি ২০২৫   মাঘ ৫ ১৪৩১   ১৮ রজব ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

গোয়ালপোখর ২ নং ব্লকের স্কুল ভিত্তিতে মাধ্যমিক পরীক্ষা ফলাফল

শিষ মোর্তজা

প্রকাশিত: ২২ মে ২০১৯ ০০ ১২ ৩৭  

উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ২ নম্বর ব্লকের অন্তর্গত ১৪ টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৯ সালের মাধ্যমিক পরীক্ষার স্কুল ভিত্তিক ফলাফল।

: উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ২ নম্বর ব্লকের মোট ১৪ টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার ফলাফল নিম্ন রুপ যথা :সেন্ট ইগনেশিয়াস হাইস্কুলের মোট পরীক্ষার্থী ২২৫ তার মধ্যে পাশ করেছে ২১৩ জন। এই ব্লকের মধ্য সর্বোচ্চ নম্বর পেয়েছে এই স্কুলের আশুতোষ সিদ্ধিয়া। তার নম্বর ৬২২।মনোরা হাই স্কুলের মোট পরীক্ষার্থী ১৭৪ তার মধ্যে পাশ করেছে ১১২ জন। এই স্কুলের সর্বোচ্চ নম্বর পেয়েছে মুসাব্বির জাবেদ আখতার।তার নম্বর ৫৯৩। সে এই ব্লকের দ্বিতীয় স্থান অধিকার করেছে। গন্ডাল হাইস্কুলের মোট পরীক্ষার্থী ২০৬ জন তার মধ্যে পাশ করেছে ১৪০ জন। এই স্কুলে সর্বোচ্চ নম্বর পেয়েছে তারিকুল ইসলাম। তার নম্বর ৫৭৯। চাকুলিয়া হাই স্কুলের মোট পরীক্ষার্থী ৪৭৪ জন তার মধ্যে পাশ করেছে ২২১ জন। সর্বোচ্চ নম্বর পেয়েছে হাসিমা খাতুন। তার নম্বর ৫৬৪। কানকি শ্রী জৈন বিদ্যামন্দির এই স্কুলের মোট পরীক্ষার্থী ২২৪ তার মধ্যে পাশ করেছে ১৮১। সর্বোচ্চ নম্বর পেয়েছে কৌশিক অধিকারী। তার নম্বর ৫৭৭। সুর্যাপুর হাইস্কুল ।মোট পরীক্ষার্থী ৩৬৯ তার মধ্যে পাশ করেছে ১৭৪ জন। সর্বোচ্চ নম্বর পেয়েছে মধুমিতা সাহা। তার নম্বর ৫৬৮।সাঈদপুর বামুনটোলি হাই স্কুল। মোট পরীক্ষার্থী ১৮৭ তার মধ্যে পাশ করেছে ১২৪।রামকৃষ্ণপুর পিডিজিএম হাই স্কুল। মোট পরীক্ষার্থী ১০২ তার মধ্যে পাশ করেছে ৭৮ জন। শকুন্তলা হাই স্কুল। মোট পরীক্ষার্থী ২০০ তার মধ্যে পাশ করেছে ১৫০ জন। তোরিয়াল হাই স্কুল। মোট পরীক্ষার্থী ২৮০ তার মধ্যে পাশ করেছে ১৮০জন। বেলন হাই স্কুল। মোট পরীক্ষার্থী ১৩৩ তার মধ্যে পাশ করেছে ৭৫ জন। বালদিয়াবাসা হাই স্কুল। মোট পরীক্ষার্থী ১৩৩ তার মধ্যে পাশ করেছে ৬৪ জন। লালগঞ্জ হাই স্কুল। মোট পরীক্ষার্থী ১৮৪ তার মধ্যে পাশ করেছে ১১২ জন। গোয়ালডোব হাই স্কুল। মোট পরীক্ষার্থী ৯৪ তার মধ্যে পাশ করেছে মোট ৫৪ জন। তথ্য জানিয়েছেন WBTSTA এর চাকুলিয়ার সভাপতি মহম্মদ তারিক আনোয়ার।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর