ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

ইন্টারপোল প্রধান মেং হংওয়েইয়ের পদত্যাগ

প্রকাশিত: ৮ অক্টোবর ২০১৮ ১৫ ০৩ ১০  

পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের প্রধান মেং হংওয়েই পদত্যাগ করেছেন। তার নিখোঁজ হওয়ার সংবাদ প্রচারের পর জানা যায় জিজ্ঞাসাবাদের জন্য চীন কর্তৃপক্ষ তাকে আটক করেছে।

এর আগে প্রায় এক সপ্তাহ ধরে পরিবারের সদস্যরা তার কোনো খোঁজ পাচ্ছেন না বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা যায়।

ইন্টারপোলের সদরদপ্তর থেকে রবিবার এক বিবৃতি দিয়ে বলা হয়েছে, মেং হংওয়েই’র কাছ থেকে সংস্থা প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর পত্র হাতে পেয়েছে কর্তৃপক্ষ। এই পত্র গ্রহণও করা হয়েছে এবং অবিলম্বেই তা কার্যকর হয়েছে। ইন্টারপোলের শীর্ষ কর্মকর্তা কিম জং ইয়ংকে এই সংস্থার ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে।

ইন্টারপোলের কর্মকর্তারা বলছেন, সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। গত সপ্তাহে তিনি চীনে গেলে বিমানবন্দর থেকেই তাকে আটক করে চীনা কর্তৃপক্ষ। ৬৪ বছর বয়সী মেং হোয়াওয়ে আন্তর্জাতিক আইন প্রয়োগকারী এই সংস্থাটির প্রথম চীনা বংশোদ্ভূত প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, ২০১৬ সালের নভেম্বরে ইন্টারপোলের দায়িত্ব নেওয়ার আগে মেং হোয়াওয়ে চীনের জননিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রীর দায়িত্বে ছিলেন। ইন্টারপোলের প্রেসিডেন্ট হিসেবে ২০২০ সালে তার মেয়াদ শেষ হওয়ার কথা।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর