ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শনিবার   ১৮ জানুয়ারি ২০২৫   মাঘ ৫ ১৪৩১   ১৮ রজব ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

নাগরিকত্ব

অর্ধ উলঙ্গ প্রতিবাদে এআইউডিএফ

রাহাতুল আক্তার বড়ভূইয়া

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০১৯ ২১ ০৯ ১১  

নাগরিকত্ব সংশোধনী বিল বাতিলের দাবিতে অর্ধ উলঙ্গ প্রতিবাদ এআইউডিএফ

নাগরিকত্ব সংশোধনী বিল বাতিলের দাবিতে অর্ধ উলঙ্গ প্রতিবাদ এআইউডিএফ

গুয়াহাটি প্রতিনিধি

নাগরিকত্ব সংশোধনী বিল বাতিলের দাবিতে অর্ধ উলঙ্গ প্রতিবাদ এআইউডিএফ ও অসম যুব পরিষদ সহ বিভিন্ন সংগঠন । আজ আলগাপুর বাজারে  ১৫৪ নং জাতীয় সড়কে নগ্ন দেহে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ সাব‍্যস্ত করেন সংগঠনের কর্মকর্তারা। নাগরিকত্ব বিল বাতিল করা না হলে রাজ‍্য গণতান্ত্রিক উপায়ে আগুন জ্বালানোর হুংকার বিধায়ক নিজাম ।   
নাগরিকত্ব বিল কোন অবস্থায় পাশ হতে দিব না প্রয়োজনে রক্ত দিতে প্রস্তুত : নুরুল ইসলাম লস্কর । এদিকে সকাল থেকে আলগাপুর বাজার সিআরপিএফ দিয়ে রাখা হয়েছে যাহাতে কোনও সমস্যা না হয় পরবর্তীতে আন্দোলন কারীরা সরকারি একটি এএসটিসি বাস আটক করে রাখার কারণে সিআরফিএফএ লাটি দিয়ে তাড়া করেন তার পর আন্দোলন আরও উত্তাল সৃষ্টি হয় ।

পরিস্থিতি সামাল দিতে সঙ্গে সঙ্গে ছুটে আসেন  হাইলাকান্দি ডিএসপি নয়ণমনি বর্মান এসে আন্দোলনকারীরা এই আভিযোগ করে বলেন যে আজ গোটা ভারত বন্ধ থাকা সত্বও কেনও সিআরপিএফ আমাদেরকে লাটি দিয়ে  তাড়া করেন । এই খবর শুনে ছুটে আসেন  আলগাপুর বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী , আলগাপুর মোহনপুর জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্কররা এসে জাতীয় সড়ক অবরোধ করে প্রধানমন্ত্রী হায় হায় , সর্বানন্দ সনোয়াল হায় হায় , রাজনাথ সিং হায় হায় “” এই বিল মানচ্ছি না মানবও না বিভিন্ন স্লোগান দিতে থাকেন প্রায় সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত জাতীয় সড়ক অবরোধ করেন তার পর  আলগাপুর সার্কেল অফিসার অর্পিতা দও মজুমদার সহ পুলিশ বাহিনী এসে আন্দোলন স্থল থেকে বেসরকারী ভাবে আন্দোলনকারীদের প্রায় অনুমানিক ৪০ জনের মতো গ্রেফতার করে নিয়ে যান । এদিকে অন্যান্যদের মধ্যে উপস্থিত হয়েছেন এআইউডিএফ আলগাপুর সমষ্টির সভাপতি নজরুল ইসলাম লস্কর , অসম যুব পরিষদ সভাপতি জুহেদ আহমেদ চৌধুরী , নজমুল হোসেন বড়ভূইয়া , রুফুল ইসলাম , রূপম সাহা , বিলাল উদ্দিন লস্কর , ইউডিএসএফ এস আলগাপুর সহ সভাপতি মঞ্জুরুল আলম চৌধুরী , সাহিন বড়ভূইয়া , জাহানুর আলম বড়ভূইয়া , আলী হুসেন প্রমূখ্য।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর