ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে কান্দি রনগ্রাম ব্রীজ

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২০ ২২ ১০ ৪৯  

#BRECKING 

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে কান্দি রনগ্রাম ব্রীজ যান চলাচল । সমস্যা ভোগান্তির মুখে নিত্য যাত্রীরা 

বহরমপুরঃ- শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য যান চলাচল বন্ধ করে দেওয়া হবে হচ্ছে কান্দি বহরমপুর রাজ্য সড়কের ওপর বাবলা নদীর রণগ্রাম ব্রীজ। ব্রিটিশ আমলে তৈরি ব্রীজটি দুর্বল ব্রীজ হিসাবে চিহ্নিত হওয়ায় বছর খানেক আগেই ব্রীজের ওপর দিয়ে পন্যবাহী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র ছোট গাড়ি ও যাত্রীবাহী বাস চলাচলে ছাড়পত্র দিয়েছিল প্রশাসন। তবে কেন্দ্রীয় প্রতিনিধি দল ব্রীজ পরিদর্শনে আসার পর ওই ব্রীজের ওপর দিয়ে সমস্ত ধরনের যান চলাচলে রাস টানার নির্দেশ দিয়েছে। জেলা পূর্ত দফতরের পক্ষ থেকে শুক্রবার সকাল থেকেই যান চলাচল বন্ধ করে দেওয়া হবে জানাগিয়েছে। তবে পুজোর আগে ব্রীজের ওপর যান চলাচল বন্ধ হয়ে গেলে ব্যাবসায়ী সহ সাধারণ মানুষ চরম সমস্যায় পরবে বলে মত এলাকার মানুষের। 
মাঝেরহাট ব্রীজের দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে রনগ্রাম ব্রীজ সংস্করণের কাজ করা হয় গত ২০১৮সালে সেপ্টেম্বর মাসে। বছর ঘুরতেই ২০১৯ সালে ফের রনগ্রাম ব্রীজের যান্ত্রিক ত্রুটি কারনে এবছর ২৯শে মে থেকে বন্ধ করা হয় যান চলাচল। শুধুমাত্র মটর বাইক, ছোট গাড়ি ও পেয়ে হেঁটে পারাপার করতে পারে এই ব্রীজ দিয়ে কোন বড় গাড়ি এবং বাস চলাচল করতে দেওয়া হয়নি তৎকালীন সময়ে। ফলে  টানা দুই মাস ধরে সমস্যায় পরেছেন সাধারন মানুষ এবং ভোগান্তির স্বীকার হন নিত্য যাত্রীরা। পরবর্তী কালে বাস চলাচল করতে দেওয়া হলেও ফের বন্ধ করে দেওয়া হচ্ছে কান্দি রনগ্রাম ব্রিজ উপর বাস চলাচল। যার জেরে সমস্যায় পড়তে চলেছেন সাধারণ মানুষ ও নিত্য যাত্রীরা। পুর্ত দফতরের বিনতুখলকের মতো সিদ্ধান্ত নিচ্ছেন ফলে ক্ষোভ প্রকাশ করেছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান অপূর্ব সরকার ।
কান্দি সাঁইথিয়া সহ দক্ষিণবঙ্গের একমাত্র পরিবহণ যোগাযোগ প্রধান ব্যাবস্থা এই রনগ্রাম ব্রীজ। সেতুর শেষ প্রান্তে প্রায় ১২ মিটার এলাকা জুড়ে ভেঙে যায় সেতু। দ্বারকা নদীর উপর অবস্থিত ১৯৩৮ সালে স্বাধীনতা আগে ইংরেজ আমলে লোহার এই ব্রীজ নির্মান করা হয়। রক্ষনাবেক্ষণের অভাবে ব্রীজ অবস্থা বর্তমানে বেহাল হয়ে পড়েছে, ব্রীজ টি লোহার হলেও ব্রীজে দুপাশে কংক্রিটের পিলার আছে যার রক্ষনাবেক্ষণের অভাবে হাড় কঙ্কাল দেখা দিয়েছিল বসে গিয়েছিল ব্রীজের একটা অংশ।  কান্দি রনগ্রাম ব্রীজ বেহাল অবস্থা জন্য ব্রীজ মেরামতির কারনে ২০১৮ সালে ও ২০১৯ সালে পূজো আগে সেপ্টেম্বর মাসে একমাস বন্ধ থাকে রনগ্রাম ব্রীজ। ফলে যান চলাচল বিপর্যস্ত হয় । ২০১৯ সালে মে মাসে পুর্ত দফতর আধিকারিকরা ব্রীজ পরিদর্শন পর ফের ত্রুটি খুঁজে পান ফলে নির্দেশিকা জারি করেন এবং যান চলাচল বন্ধ করা হয়। মটর বাইক ছোট গাড়ি বাদে কোন ভারী যান বাহন চলছে না বলে নির্দেশিকা দেওয়া হয় । 
রনগ্রাম এই ব্রীজে বন্ধ রেখে ৭নং রাজ্য সড়ক ধরে যান চলাচল করানো হচ্ছে বলে জানানো হয় মহকুমা প্রশাসন পক্ষ থেকে। ২০১৮সালে জানুয়ারি মাসে দৌলাতাবাদে বাস দুর্ঘটনা মৃত্যু হয় ৪৪জনের তারপর ব্রীজ মেরামতির কথা থাকলেও তা হয়নি সেপ্টেম্বর মাসে মাঝেরহাট দুর্ঘটনা তিনজন মৃত্যু পর টনক নরে প্রশাসনের। মাঝেরহাট ব্রীজের দুর্ঘটনা এড়াতে ব্রীজ রক্ষণাবেক্ষণ কাজ শুরু করে পুর্ত দফতর। তবে ফের সাত মাসের মাথায় ব্রীজের যান্ত্রিক ত্রুটি ধরা পরার ফলে বন্ধ করা হল যান চলাচল । ব্রীজ বন্ধ ফলে সমস্যায় পরেছেন কান্দি শহরের ব্যাবসায়ীরাও।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর