ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

কাশ্মীরে সন্ত্রাসী হামলার নিন্দায় মক্তব

রাহাতুল আক্তার বড়ভূইয়া

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৯ ০৭ ৪০  

জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিহত শহীদ জওয়ানদের প্রতি গভীর শ্রদ্ধা

জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিহত শহীদ জওয়ানদের প্রতি গভীর শ্রদ্ধা

কাশ্মীরে সন্ত্রাসী হামলার তিব্র নিন্দা জানিয়ে শহীদ জওয়ানদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করে বিশেষ মোনাজাত ১৪৭ নং বাইয়ারপার মক্তবে বিদ্যালয়ের কচিকাঁচা শিশুদেরকে নিয়ে শহীদ জওয়ানদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা

জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিহত শহীদ জওয়ানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দুই মিনিট নীরবতা পালন করেন ১৪৭ নং বাইয়ারপার মক্তব স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকা বৃন্দ। আলগাপুর শিক্ষা খণ্ডের অধীন ১৪৭ নং বাইয়ারপার মক্তব স্কুলের ছাত্রছাত্রীর সম্মুখে ঘটনাবলী তুলে ধরেন প্রধান শিক্ষিকা রুমি বেগম চৌধুরী তিনি বলেন,জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফের উপর হামলা নিন্দনীয়। দেশের সাহসী জওয়ানদের এই বলিদান ব্যর্থ হবে না।বর্তমান গোটা দেশ শহীদ পরিবারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছেন এবং দুষ্কৃতিদের প্রতি ঘৃণা ও নিন্দা জানিয়ে উপযুক্ত জবাব দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারেয় কাছে  আহ্বান জানান। অপর শিক্ষিকা নিলুফা আক্তার পুলওয়ামায় সিআরপিএফ উপর কাপুরুষোচিত হামলার ঘটনায় তীব্রভাবে নিন্দা জানিয়ে বলেন, দেশের সেবা করতে যেসব সিআরপিএফ জওয়ানরা প্রাণ হারিয়েছেন তাদের প্রত্যেকেই কুর্নিশ জানাই।এই নারকীয় কাণ্ড ঘটনার জন্য জঙ্গিদের অমার্জনীয় শিক্ষা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার ও গৃহ বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছেন। সহকারী প্রধান শিক্ষক বিজয় সিং বলেন,দেশপ্রেমের কাজে ব্রত হয়ে প্রাণ দানকারি ৪৪জন শহীদের আত্মার সদগতি কামনা করে ছাত্রছাত্রীদরকে উৎসাহ জাগিয়ে তুলেন দেশের জন্য ব্রতী হওয়ার জন্য।
       এদিন ১৪৭ নং বাইয়ারপার মক্তব স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ  আহত জওয়ান সকলের দ্রুত সুস্থতা কামনা করে ইশ্বরের নিকট প্রার্থনা করেন এবং নিহতদের আত্মার সদগতি কামনা করেন। শোকাহত পালনে অন্যান্য শিক্ষকদের মধ্যে আংশিক বক্তব্য রাখেন নিলোফা আক্তার লস্কর  , কে রেজিনা সিং প্রমুখ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর